চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০২ ফেব্রুয়ারি) বাদে আছর বোয়ালখালী উপজেলার বিভিন্ন সড়কে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে কমিটি অনুমোদন করায় বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সওকত আলমের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
বোয়ালখালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. সওকত আলম ও সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরুর সঞ্চালনায় বক্তব্য রাখেন।
সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. মহসিন খান তরুণ, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর, জয়নাল আবেদীন, পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. কামাল উদ্দিন, পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি আবু আকতার, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সফিক, সহ দপ্তর সম্পাদক এমএন করিম, পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. লোকমান, যুগ্ম আহবায়ক ইমরানুল হক জিকু, বোয়ালখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি আকরাম হোসেন দুলাল, পৌরসভা শ্রমিক দলের সভাপতি কপিল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুল হক, সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান, সাংগঠনিক সম্পাদক দুলাল, হায়দার হোসেন মান্না, মো. মোরশেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য মো. খালেক, ফরিদ, বোয়ালখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. বাবর উদ্দিন, জুয়েল মহিউদ্দিন জনি, আয়ুব আলী মেম্বার, হোসেন, মো. সাহাদাত, ইকবাল, সোহেল, আনোয়ার হোসেন ভোলা, জাহাঙ্গীর, আবছার, ইসমাইল, উপজেলার তরুণ দলের আহবায়ক মো. কবির, পৌর তরুণ দলের সদস্য সচিব আবু তালেব, জিয়াউর রহমান, ছাত্রদলের নেতা জিসান, সাকিবসহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।