ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ব্যবসায়ীকে টার্গেট করে নিজ কন্যা লেলিয়ে দিয়ে প্রতারণা ও কাবিন ব্যবসার অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা উপলক্ষে বোয়ালখালীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত কমলগঞ্জে দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত পুলিশের ওপর হামলা করে গ্রেপ্তারকৃত আ.লীগ নেতা ওহাবকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন কোতোয়ালী থানার ওসি সফিকুল ইসলাম খানকে বিশেষ সম্মাননা প্রদান নাগরপুরে কৃষক দলের সমাবেশ বগুড়ায় ফেলে যাওয়া জুতার সূত্র ধরে দুর্ধর্ষ ৭ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার চাঁদাবাজি-ছিনতাই-ডাকাতি প্রতিরোধে চালকদের মহাসড়কে মানববন্ধন ময়মনসিংহ কারাগারে হত্যা মামলার কয়েদির মৃত্যু কলেজছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় গর্ভবর্তীর সন্তান মারা গেল বখাটে লাথির আঘাতে; শাস্তির দাবীতে মানববন্ধন ফ্রান্সের মান্যবর রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সৌজন্য সাক্ষাৎ।

বায়ুদূষণে ঢাকা বিশ্বের বুকে প্রথম স্থান অধিকার করেছে

বিশ্বের ১২৩ শহরের বায়ুদূষণ পর্যবেক্ষণকারী তালিকায় প্রথম স্থান দখল করেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। রোববার (০২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচকে ঢাকার স্কোর ছিল ২৬৩, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়ানগুন, যেখানে স্কোর ২১৮, এবং তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ২০৪। এছাড়া, নেপালের কাঠমান্ডু চতুর্থ এবং আফগানিস্তানের কাবুল পঞ্চম অবস্থানে রয়েছে, যথাক্রমে ১৯৯ এবং ১৭৮ স্কোর নিয়ে।

আইকিউএয়ার, সুইজারল্যান্ড ভিত্তিক একটি বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান, এই তালিকা প্রকাশ করে থাকে। এটি প্রতিমুহূর্তে একটি শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে, সে সম্পর্কে মানুষকে তথ্য প্রদান করে এবং স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হতে পারে কি না, তা জানিয়ে থাকে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে গণ্য হয়, ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ পর্যন্ত স্কোর খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে, যা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। বিশেষত, শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি এবং অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ মারাত্মক ক্ষতি করতে পারে। বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোনের (ও৩) ওপর ভিত্তি করে।

২০১৯ সালে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা চিহ্নিত করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার এবং শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণজনিত মৃত্যু বাড়ছে, এবং বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ বায়ুদূষণের কারণে মারা যাচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্যবসায়ীকে টার্গেট করে নিজ কন্যা লেলিয়ে দিয়ে প্রতারণা ও কাবিন ব্যবসার অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে

Verified by MonsterInsights

বায়ুদূষণে ঢাকা বিশ্বের বুকে প্রথম স্থান অধিকার করেছে

আপডেট সময় ১১:০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

বিশ্বের ১২৩ শহরের বায়ুদূষণ পর্যবেক্ষণকারী তালিকায় প্রথম স্থান দখল করেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। রোববার (০২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচকে ঢাকার স্কোর ছিল ২৬৩, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়ানগুন, যেখানে স্কোর ২১৮, এবং তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ২০৪। এছাড়া, নেপালের কাঠমান্ডু চতুর্থ এবং আফগানিস্তানের কাবুল পঞ্চম অবস্থানে রয়েছে, যথাক্রমে ১৯৯ এবং ১৭৮ স্কোর নিয়ে।

আইকিউএয়ার, সুইজারল্যান্ড ভিত্তিক একটি বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান, এই তালিকা প্রকাশ করে থাকে। এটি প্রতিমুহূর্তে একটি শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে, সে সম্পর্কে মানুষকে তথ্য প্রদান করে এবং স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হতে পারে কি না, তা জানিয়ে থাকে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে গণ্য হয়, ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ পর্যন্ত স্কোর খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে, যা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। বিশেষত, শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি এবং অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ মারাত্মক ক্ষতি করতে পারে। বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোনের (ও৩) ওপর ভিত্তি করে।

২০১৯ সালে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা চিহ্নিত করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার এবং শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণজনিত মৃত্যু বাড়ছে, এবং বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ বায়ুদূষণের কারণে মারা যাচ্ছে।