চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লা থেকে মৃতদেহ দু’টি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই মহল্লার আব্দুস সামাদের ছেলে মালয়েশিয়া প্রবাসী সান মোহাম্মদ সনুর স্ত্রী দুই সন্তানের জননী টুশি বেগম (২৪) তার পরকীয়া প্রেমিক শিবগঞ্জ উপজেলার আরগাড়াহাট গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে রাকিবকে (২৮) নিয়ে শনিবার রাতে গোপনে শশুর বাড়িতে রাত্রিযাপন করার সময় বিষয়টি শশুরবাড়ির লোকজন টের পেলে তারা লোকলজ্জার ভয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে গোমস্তাপুর থানার পুলিশ এসে শনিবার রাত ১১ টার দিকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি খায়রুল বাশার জানান, তাদের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আজ রোববার (০২ ফেব্রুয়ারি) সকালে লাশ দু’টি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।