শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে গোপন তদন্ত শুরু হয়েছে। সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ পাওয়া বিসিএস ক্যাডার কর্মকর্তাদের বেশ কয়েকটি ব্যাচের অতীত ইতিহাস যাচাই করছে সরকারের বিশেষ গোয়েন্দা সংস্থা। নন-ক্যাডার পুলিশ সদস্যদের বিষয়েও তদন্ত চলছে। তদন্তের নির্দেশ পুলিশের সদর দপ্তর থেকে এসেছে।
এ পর্যন্ত ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত নিয়োগ পাওয়া ১ হাজার ৩৮৩ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং অন্যান্য পদে নিয়োগ প্রাপ্তদের প্রাক-চাকরি জীবনবৃত্তান্ত যাচাই করা হচ্ছে। জানা গেছে, পুলিশের বিভিন্ন আইন ও প্রবিধান লঙ্ঘন এবং রাজনৈতিক তদবিরে নিয়োগের অভিযোগ তদন্তের আওতায় আনা হচ্ছে।
গত ২০ অক্টোবর থেকে বিসিএস ক্যাডারে নিয়োগ পাওয়া প্রার্থীদের নামসহ তাদের অতীত শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতির সাথে সম্পৃক্ততার তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্তে পুলিশ সদস্যদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও জঙ্গি সংযোগ যাচাই করা হবে।
গোপন তদন্তের কারণে পুলিশ বাহিনীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মন্তব্য করেন যে, সরকারের নির্দেশনায় তাদের অতীতের কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে।