খুলনা টাইটানসের জন্য আজকের ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ইনজুরি যেন তাদের জন্য একেবারে দুঃস্বপ্ন হয়ে দাঁড়াল। বরিশালের বিপক্ষে প্লে-অফের শেষ সুযোগ ধরে রাখতে আজকের ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেছিলেন মিরাজ। কিন্তু ইনিংসের শুরুতেই এবাদত হোসেনের ডেলিভারিতে বোল্ড হওয়ার পর আচমকা মাঠে পড়ে যান তিনি। প্রথমে চেষ্টা করলেও উঠে দাঁড়াতে পারেননি, শেষ পর্যন্ত তাকে স্ট্রেচারে মাঠ ছেড়ে যেতে হয়।
মিরাজের ইনজুরির কারণে খুলনা টাইটানসের প্লে-অফে টিকে থাকার স্বপ্নে অন্ধকার ছড়িয়ে পড়েছে। দলটি বর্তমানে ৯ ম্যাচে ৪ জয় ও ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে, যেখানে বরিশাল ইতোমধ্যেই শেষ চারের টিকিট নিশ্চিত করেছে। আজকের ম্যাচে জয় পেলে খুলনা ১০ পয়েন্ট নিয়ে চিটাগং কিংস এবং রাজশাহীর সঙ্গে সমতা আনতে পারবে, যা তাদের প্লে-অফে স্থান পেতে সাহায্য করবে।
এদিকে, ইনজুরি থেকে ফিরে এবাদত হোসেন দারুণ ফর্মে আছেন। ২০২৩ সালের এসিএল ইনজুরি কাটিয়ে প্রথমবার মাঠে ফিরে তিনি তুলে নিয়েছেন মিরাজের গুরুত্বপূর্ণ উইকেট। এবাদতের প্রত্যাবর্তন নতুন আশা তৈরি করলেও, মিরাজের ইনজুরি খুলনার জন্য এক বড় ধাক্কা হয়ে এসেছে।
খুলনা টাইটানসের সবার চোখ এখন মিরাজের ইনজুরির পরবর্তী অবস্থা এবং তার নেতৃত্বের প্রভাবের দিকে। দলটির প্লে-অফে টিকে থাকার আশা এখন তাদের পরবর্তী ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে। মিরাজ কি মাঠের বাইরে থেকেও দলের নেতৃত্ব দিতে পারবেন? সেই অপেক্ষা এখন ক্রিকেটপ্রেমীদের।