মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে থাকে ও অসহায় মানুষের পাশে থাকে, ক্ষুদ্র ঋণ দিয়ে গ্রাহকের চাহিদা পূরণ করে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস)।
আজ রবিবার (২৬ জানুয়ারি) বিকাল ৩টায় বিডিএস এর গোপালগঞ্জের কোটালীপাড়ার নারিকেলবাড়ী শাখা আয়োজন করে এক সদস্য মিলন সভা।
সদস্য মিলন সভায় সভাপতিত্ব করেন মো. মাসুদ আহমেদ শাখা ব্যবস্থাপক বিডিএস, নারিকেলবাড়ী শাখা। সভার প্রধান অতিথি ছিলেন এ কে এম গোলাম ফারুক, চীফ অপারেটিং অফিসার (বিডিএস)।
তিনি সদস্যদের উদ্দেশ্যে কিছু মূল্যবান উপদেশ দিয়েছেন। তা হলো-
১/ ক্ষুদ্র উদ্যোগকে প্রধান্য দেয়া।
২/ সঞ্চয় বৃদ্ধি।
৩/ বড় ঋণ প্রদান।
৪/ মেয়াদী সঞ্চয় প্রকল্প।
৫/ গ্রাহকদের প্রশিক্ষণ।
৬/ মৌসুমভিত্তিক সুফলন ঋণ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) নারিকেলবাড়ী শাখার সদস্যরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো পবিত্রা বিশ্বাস, পরিতোষ বিশ্বাস, আবজাল হোসেন, রিক্তা বৈদ্য, শেফালী মধু, অশীমা মধু, আরো অনেকে। সদস্যদের মধ্য থেকে অনেকে অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন এবং সামনে কিভাবে সুন্দরভাবে ঋণ গ্রহণ করতে পারে ও পরিশোধ করতে পারে।
বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) নারিকেলবাড়ী শাখায় কর্মরত কর্মীদের সুব্যবহারের কারণে ও ভালোবাসায় নতুন সদস্য দলে দলে যোগদান করছে। কর্মীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, মো. মহিউদ্দিন, মো. আলামীন, মো. রেজাউল করিম, মো. মেহেদী হাসান, অমিত হালদার।