গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক মাহুতকে হত্যার দায়ে অভিযুক্ত সেই হাতিকে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ওই হাতিটিকে ট্রাকে করে পার্কে নিয়ে আসা হয়।
এর আগে, গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) কোটালীপাড়ার একটি গ্রামে নজরুল ইসলাম নামের এক মাহুতকে পায়ে পিষ্ট করে হত্যা করেছিল এই হাতি। পরে বন বিভাগের তত্ত্বাবধানে হাতিটিকে সংরক্ষণ করা হয়। এরপর বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ৩ সদস্য বিশিষ্ট প্রশিক্ষিত একটি দল হাতিটাকে তাদের হাতিশালায় নিয়ে আসেন।
সাফারি পার্ক কর্তৃপক্ষ জানায়, এ হাতিটি পুরুষ। হাতিটিকে দিয়ে কোটালীপাড়ার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুলতো দু’জন মাহুত। মাহুতদের একজন ছিলেন নজরুল ইসলাম। একদিন আকস্মিক আক্রমণে তাকে মেরে ফেলার পর বন বিভাগ খবর পেয়ে সেখানে লোকজন পাঠায়। এরপর হাতিটিকে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নিয়ে আসার জন্য নির্দেশ দেন।
কর্তৃপক্ষ আরো জানায়, ট্রাকে করে হাতিটিকে নিয়ে আসার পর হাতিশালায় একটি নির্দিষ্ট স্থানে এটাকে রাখা হয়েছে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী হাতিটির রক্ষণাবেক্ষণ করা হবে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম বলেন, বন বিভাগের সিদ্ধান্ত ও সহযোগীতায় ওই হাতিটিকে সাফারি পার্কে আনা হয়েছে। আমরা এটাকে গ্রহণ করেছি। কয়েকদিন এর নিয়মিত পরিচর্যা চলতে থাকবে। এ বিষয়ে বন বিভাগ পরবর্তী কার্যক্রম নিয়ে আমাদের যে দিকনির্দেশনা দিবে সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিবে পার্ক কর্তৃপক্ষ।