গোপালগঞ্জের কোটালীপাড়ায় নব যোগদানকৃত নির্বাহী অফিসার সাগুফ্তা হক। যোগদান করার পর এই প্রথম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভা শুরু থেকে বলেন, সাংবাদিকের তথ্য অনুযায়ী আমরা কাজ করে থাকি। তাই সাংবাদিক তথ্য দিলে আমরা সাধারণ জনগণের সেবা পৌঁছে দিতে পারবো। কোটালীপাড়ার সর্বত্র জনগণকে সেবা দেওয়ার জন্য নিজেকে নিয়োজিত রাখবো।
তিনি আরো বলেন, সাংবাদিকের মাধ্যমে সকল তথ্য পেতে পারি এই আশা রাখি। তিনি কোটালীপাড়ার সমাজিক অপরাধ, বাল্য বিবাহ, মাদক আসক্ত, সরকারি জমি দখলসহ বিভিন্ন দিক তুলে ধরেন।
আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার সময় কোটালীপাড়া উপজেলা পরিষদে হল রুমে এই আলোচলা সভা অনুষ্ঠিত হয়।
এই আলোচনা সভার সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফ্তা হক (ইউএনও)।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান মোল্লা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এফ এম মাহাবুব সুলতান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অংকন তালুকদার, পঙ্কজ বিশ্বাস। রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোল্লা মহিউদ্দিনসহ মো. ইমরান হোসেন, এইচ এম আবুল বাশার, আবুল কালাম, শাহ আলম, হাসিবুর রহমান, মো. সেলিম, ইস্রাফিল খানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, আইন ও সরকারি নির্দেশনা অনুযায়ী সবার সঙ্গে সমন্বয় করে জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাব। সেবা নিশ্চিত করতে ২৪ঘণ্টা সবার জন্য প্রশাসনের দরজা উন্মুক্ত থাকবে।