ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যানী পূজা মিঠাপুকুরে জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন: জনমনে ক্ষুব্দ প্রতিক্রিয়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক- ৬ যশোরে টেন্ডার নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে লাঞ্ছিতের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার ওজন নিয়ে সমালোচনার জবাবে সোজাসাপটা জবাব দিলেন সামান্থা সংসার করতে চান বাঁধন, একান্ত সঙ্গীর খোঁজে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে শান্তিরক্ষা মিশনে পাঠানো হবে না: সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতিসংঘের কর্মকর্তাদের জানিয়েছেন, র‌্যাব প্রেষণে নিয়োজিত থাকাকালীন কোনো সেনাসদস্যের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে তাকে শান্তিরক্ষা মিশনে পাঠানো হবে না।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সফরকালে তিনি জাতিসংঘ সদর দপ্তরে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

আইএসপিআর জানিয়েছে, নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনস, অপারেশনাল সাপোর্ট এবং মানবাধিকার সংক্রান্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসা করা হয়। এসময় সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়াও, সেনাপ্রধান বাংলাদেশের চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের দিকনির্দেশনা অনুযায়ী সেনাবাহিনীর ভূমিকা এবং পার্বত্য চট্টগ্রামে আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর অবদানের নানা ইতিবাচক দিক তুলে ধরেন। তিনি জানান, পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের উন্নয়নের জন্য সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।

সফরকালে সেনাপ্রধান আরও বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীদের অব্যাহত ভূমিকা বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। একইসঙ্গে, জাতিসংঘের নীতি নির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও বাড়ানোর গুরুত্বের বিষয়েও আলোচনা হয়।

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে শান্তিরক্ষা মিশনে পাঠানো হবে না: সেনাপ্রধান

আপডেট সময় ১০:০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতিসংঘের কর্মকর্তাদের জানিয়েছেন, র‌্যাব প্রেষণে নিয়োজিত থাকাকালীন কোনো সেনাসদস্যের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে তাকে শান্তিরক্ষা মিশনে পাঠানো হবে না।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সফরকালে তিনি জাতিসংঘ সদর দপ্তরে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

আইএসপিআর জানিয়েছে, নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনস, অপারেশনাল সাপোর্ট এবং মানবাধিকার সংক্রান্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসা করা হয়। এসময় সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়াও, সেনাপ্রধান বাংলাদেশের চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের দিকনির্দেশনা অনুযায়ী সেনাবাহিনীর ভূমিকা এবং পার্বত্য চট্টগ্রামে আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর অবদানের নানা ইতিবাচক দিক তুলে ধরেন। তিনি জানান, পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের উন্নয়নের জন্য সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।

সফরকালে সেনাপ্রধান আরও বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীদের অব্যাহত ভূমিকা বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। একইসঙ্গে, জাতিসংঘের নীতি নির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও বাড়ানোর গুরুত্বের বিষয়েও আলোচনা হয়।