পাবনার ভাঙ্গুড়ায় ২শত পিস ইয়াবাসহ শাহীন আলম (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে র্যাব গ্রেফতার করেছে। তিনি উপজেলার মন্ডতোষ ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামের ডাবলু মিয়ার ছেলে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে ভাঙ্গুড়া পৌর বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। এ সময় শাহীনের কাছ থেকে র্যাব ইয়াবাসহ মাদক বিক্রির ১৬ হাজার টাকা জব্দ করে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুল করিম বাংলাদেশ সময়কে জানান, বুধবার ভোরে আটককৃত শাহীনসহ তার নিকট থেকে জব্দ করা দু’শ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৬ হাজার টাকা থানা পুলিশের নিকট সোপর্দ্য করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে ভাঙ্গুড়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে শাহীনকে পাবনা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।