আগামী সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় ‘মসজিদ সমাজ বাংলাদেশ’ এর আয়োজনে ঢাকার প্রধান কার্যালয় লালমাটিয়ায় একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই সভার মূল বিষয়বস্তু হচ্ছে, “ইসলামী সুস্থ ও সুন্দর সমাজ গঠনে মসজিদের ভূমিকা এবং বিশ্বব্যাপী ইসলামী অর্থনীতি সম্প্রসারণে মুসলমানদের করণীয়।”
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের বিশিষ্ট অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। প্রধান আলোচক হিসেবে থাকবেন দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন মসজিদ সমাজ বাংলাদেশের সভাপতি মুফাসসিরে কোরআন জনাব নওয়াব আলী ভূঁইয়া। এছাড়াও, বিশেষ অতিথিদের মধ্যে থাকবেন বিভিন্ন মসজিদের ইমাম, ইসলামী শিক্ষাবিদ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ইসলামী অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে এবং মসজিদের মাধ্যমে কীভাবে একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠন করা যায় সেই বিষয়েও আলোচনা হবে। এছাড়াও, বিশ্বব্যাপী ইসলামী অর্থনীতির প্রসারে মুসলমানদের দায়িত্ব ও করণীয় সম্পর্কেও গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন অতিথিরা।
‘মসজিদ সমাজ বাংলাদেশ’ এর পক্ষ থেকে সকলকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
এই মাত্র পাওয়াঃ
সংবাদ শিরোনামঃ
ইসলামী অর্থনীতির উন্নয়নে মসজিদের ভূমিকা নিয়ে ‘মসজিদ সমাজ বাংলাদেশ’ এর আলোচনা সভা
- নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় ০৪:০১:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- ১৯৪ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ