ঢাকা ১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
IRIDP-3 প্রকল্পে সহকারী প্রকৌশলী মো: জাকির হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ এলজিইডি সংশ্লিষ্ট কেউ অপরাধ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।গোপাল কৃষ্ণ দেবনাথ,প্রধান প্রকৌশলী রুটিন দায়িত্ব ,এলজিইডি সুনামগঞ্জের দিরাইয়ের পল্লীতে বন্দুক যুদ্ধে ১১জন গুলিবিদ্ধসহ আহত ২৫ বকশিগঞ্জে ৩ কেজি গাজা সহ ২ জনকে গ্রেপ্তার করেছে ডিবি- ২ ইসকন নেতা চিন্ময়ের জামিন শুনানির তারিখ পরিবর্তন: আন্দোলন ও বিক্ষোভ সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত নবীনগরে টিকটক করতে গিয়ে কলেজ ছাত্র নিহত আত্মগোপনে থেকেও সাবেক এমপি মোহাম্মদ জিল্লুর রহমানের ক্ষমতার দাপটে অনুমতি ছাড়াই কাটা হচ্ছে মাটি-বালু আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত গাজীপুর কাপাসিয়ায় চাঁদা না দেওয়ায় বাড়িঘরে হামলা ও লুটপাট, বাড়ি ছাড়া পরিবার গাজীপুরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই হাইকমিশনে হামলা ও ইসকন নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ-মানববন্ধন মাগুরায় কৃষি প্রণোদনার আওতায় বোরো ধানের বীজ বিতরণ মানিকগঞ্জে ব্যবসায়ীদের অতি মুনাফার প্রতিবাদে ক্যাব এর মানববন্ধন

বাংলাদেশের নতুন কোচ হিসেবে ফিল সিমন্সের আগমন, হাথুরুসিংহের বিদায়

বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনে নতুন কোচ ফিল সিমন্সের উপস্থিতি নতুন অধ্যায়ের সূচনা করেছে। গতকাল সকালে পুরোনো কোচ চন্ডিকা হাথুরুসিংহে অনুশীলনে থাকলেও, আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দেখা যায় ওয়েস্ট ইন্ডিজের এই কোচকে।

বিসিবির সভাপতি ফারুক আহমেদ গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে বরখাস্ত করার ঘোষণা দেন। এর পরদিনই ঢাকায় এসে পৌঁছান ফিল সিমন্স। তিনি এসে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং দায়িত্ব গ্রহণ করেন। সিমন্স চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করবেন।

আজ বুধবার (১৬ অক্টোবর) সকালে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল টেস্ট খেলতে বাংলাদেশে এসেছে। এটি ২০১৫ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে টেস্ট খেলতে আসা দক্ষিণ আফ্রিকার দল। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্টটি ২১ অক্টোবর মিরপুরে অনুষ্ঠিত হবে, এবং ২৯ অক্টোবর দ্বিতীয় টেস্ট শুরু হবে চট্টগ্রামে। এই সিরিজ দিয়েই ফিল সিমন্সের বাংলাদেশ অধ্যায় শুরু হবে।

ফিল সিমন্সের কোচিং ক্যারিয়ারে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান জাতীয় দলের কোচিং করার অভিজ্ঞতা রয়েছে। ২০০৪ সালে তিনি জিম্বাবুয়ের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু ২০০৫ সালে ছাঁটাই হন। এরপর তিনি ২০০৭ বিশ্বকাপের পর আয়ারল্যান্ডের কোচ হন এবং ২০১৫ সাল পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন।

সিমন্স ২০১৫ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের কোচ হন এবং ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে আফগানিস্তান এবং আবারও ওয়েস্ট ইন্ডিজের কোচের দায়িত্ব পালন করেছেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি দায়িত্ব ছেড়ে দেন।

এখন দেখার বিষয় হলো, বাংলাদেশের দায়িত্ব নিয়ে কেমন ফলাফল দেন সিমন্স, যিনি সর্বশেষ পাপুয়া নিউগিনির জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

IRIDP-3 প্রকল্পে সহকারী প্রকৌশলী মো: জাকির হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

এলজিইডি সংশ্লিষ্ট কেউ অপরাধ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।গোপাল কৃষ্ণ দেবনাথ,প্রধান প্রকৌশলী রুটিন দায়িত্ব ,এলজিইডি

সুনামগঞ্জের দিরাইয়ের পল্লীতে বন্দুক যুদ্ধে ১১জন গুলিবিদ্ধসহ আহত ২৫

বাংলাদেশের নতুন কোচ হিসেবে ফিল সিমন্সের আগমন, হাথুরুসিংহের বিদায়

আপডেট সময় ০২:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনে নতুন কোচ ফিল সিমন্সের উপস্থিতি নতুন অধ্যায়ের সূচনা করেছে। গতকাল সকালে পুরোনো কোচ চন্ডিকা হাথুরুসিংহে অনুশীলনে থাকলেও, আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দেখা যায় ওয়েস্ট ইন্ডিজের এই কোচকে।

বিসিবির সভাপতি ফারুক আহমেদ গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে বরখাস্ত করার ঘোষণা দেন। এর পরদিনই ঢাকায় এসে পৌঁছান ফিল সিমন্স। তিনি এসে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং দায়িত্ব গ্রহণ করেন। সিমন্স চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করবেন।

আজ বুধবার (১৬ অক্টোবর) সকালে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল টেস্ট খেলতে বাংলাদেশে এসেছে। এটি ২০১৫ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে টেস্ট খেলতে আসা দক্ষিণ আফ্রিকার দল। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্টটি ২১ অক্টোবর মিরপুরে অনুষ্ঠিত হবে, এবং ২৯ অক্টোবর দ্বিতীয় টেস্ট শুরু হবে চট্টগ্রামে। এই সিরিজ দিয়েই ফিল সিমন্সের বাংলাদেশ অধ্যায় শুরু হবে।

ফিল সিমন্সের কোচিং ক্যারিয়ারে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান জাতীয় দলের কোচিং করার অভিজ্ঞতা রয়েছে। ২০০৪ সালে তিনি জিম্বাবুয়ের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু ২০০৫ সালে ছাঁটাই হন। এরপর তিনি ২০০৭ বিশ্বকাপের পর আয়ারল্যান্ডের কোচ হন এবং ২০১৫ সাল পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন।

সিমন্স ২০১৫ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের কোচ হন এবং ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে আফগানিস্তান এবং আবারও ওয়েস্ট ইন্ডিজের কোচের দায়িত্ব পালন করেছেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি দায়িত্ব ছেড়ে দেন।

এখন দেখার বিষয় হলো, বাংলাদেশের দায়িত্ব নিয়ে কেমন ফলাফল দেন সিমন্স, যিনি সর্বশেষ পাপুয়া নিউগিনির জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন।