ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
মানিকগঞ্জে জমায়াতে ইসলামীর কর্মী সম্মেলন গাজীপুরে এতিমের গরু বিক্রি করে জরিমানার আদায় করলেন বিএনপি নেতা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবক দলের চেয়ারটেবিল বিতরণ যবিপ্রবিতে ১০ কর্মকর্তা ও কর্মচারীর অপসারণ দাবি করলেন শিক্ষার্থীরা মৌলভীবাজারে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ পাচার হওয়া টাকার সঠিক পরিমাণ বের করা সম্ভব না: ড. ইফতেখারুজ্জামান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের বক্তব্য: প্রধান উপদেষ্টার প্রেস সচিবের প্রতিক্রিয়া নব্য ফ্যাসিবাদকে ক্ষমতায় দেখতে চাই না: নুরুল হক নুর দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ, হালকা বৃষ্টির সম্ভাবনা পিছিয়ে যাচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
সংবাদ শিরোনামঃ
সাবেক মেয়র তাপসকে দুদকে তলব দুর্নীতির অভিযোগে ডিবি হারুন ও তার পরিবারকে দুদকে তলব দুর্নীতির অভিযোগে দুই যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের যবিপ্রবিরএডি আব্দুর রশিদের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতন ও আর্থিক দুর্নীতির অভিযোগ ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে লন্ডনে দাপিয়ে বেড়াচ্ছেন সাইফুজ্জামান রাজস্ব পরিদর্শক খায়রুল হাসান নিপু’র বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মেয়র আতিকের এপিএস ফরিদের ভাই ফারুকের বিরুদ্ধে হুন্ডি ও অর্থপাচারের অভিযোগ মৌলভীবাজারের টেন্ডার নিয়ন্ত্রণ, কাজ না করে বিল উত্তোলন উপ-সহকারী প্রকৌশলীর দুদকের জালে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম অবশেষে দুর্নীতিপরায়ন স্থানীয় সরকার সচিব আবু হেনা মোর্শেদ জামান ওএসডি

সম্পদের তথ্য গোপন করায় সাবেক কাউন্সিলর হেলালের বিরুদ্ধে দুদকের মামলা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৪৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • ১৭ বার পড়া হয়েছে

সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ ভোগদখলে রাখার অভিযোগে সিরাজগঞ্জে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন (৫৫) এর বিরুদ্ধে মামলা করেছে দুদক।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় পাবনায় মামলাটি দায়ের করেন উপ-সহকারী পরিচালক মো. মনোয়ার হোসেন।।

অভিযুক্ত সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন সিরাজগঞ্জ পৌর শহরের সয়াধানগড়া উত্তর ভাসানী রোড মহল্লার মৃত আব্দুল মান্নানের ছেলে।

মামলার এজাহারে বলা হয়, জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হওয়ায় ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর হেলাল উদ্দিন ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। একই বছরের ২৩ অক্টোবর তিনি সম্পদ বিবরণী দাখিল করেন। এরপর ২৭ নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেনকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়।

সম্পদ বিবরণী যাচাইকালে অনুসন্ধান কর্মকর্তা জানতে পারেন হেলাল উদ্দিন তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩৪ লাখ ৭৪ হাজার ৫০২ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন। এছাড়া ৪২ লাখ ৯৪ হাজার ৭৪৬ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর মাধ্যমে হেলাল উদ্দিন দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

দুদক পাবনার উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেন জানান, অনুসন্ধান প্রতিবেদন দুদক ঢাকা প্রধান কার্যালয়ে পাঠানোর পর গত ৩০ সেপ্টেম্বর হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলার এজাহার দায়েরের অনুমোদন দেয়া হয়। তার প্রেক্ষিতে মঙ্গলবার (১৫ অক্টোবর) দুদক পাবনা কার্যালয়ে মামলা দায়ের করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জে জমায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

সম্পদের তথ্য গোপন করায় সাবেক কাউন্সিলর হেলালের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় ১০:৪৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ ভোগদখলে রাখার অভিযোগে সিরাজগঞ্জে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন (৫৫) এর বিরুদ্ধে মামলা করেছে দুদক।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় পাবনায় মামলাটি দায়ের করেন উপ-সহকারী পরিচালক মো. মনোয়ার হোসেন।।

অভিযুক্ত সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন সিরাজগঞ্জ পৌর শহরের সয়াধানগড়া উত্তর ভাসানী রোড মহল্লার মৃত আব্দুল মান্নানের ছেলে।

মামলার এজাহারে বলা হয়, জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হওয়ায় ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর হেলাল উদ্দিন ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। একই বছরের ২৩ অক্টোবর তিনি সম্পদ বিবরণী দাখিল করেন। এরপর ২৭ নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেনকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়।

সম্পদ বিবরণী যাচাইকালে অনুসন্ধান কর্মকর্তা জানতে পারেন হেলাল উদ্দিন তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩৪ লাখ ৭৪ হাজার ৫০২ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন। এছাড়া ৪২ লাখ ৯৪ হাজার ৭৪৬ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর মাধ্যমে হেলাল উদ্দিন দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

দুদক পাবনার উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেন জানান, অনুসন্ধান প্রতিবেদন দুদক ঢাকা প্রধান কার্যালয়ে পাঠানোর পর গত ৩০ সেপ্টেম্বর হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলার এজাহার দায়েরের অনুমোদন দেয়া হয়। তার প্রেক্ষিতে মঙ্গলবার (১৫ অক্টোবর) দুদক পাবনা কার্যালয়ে মামলা দায়ের করা হয়।