বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, লেখক এবং দৈনিক নিউএজ-এর সম্পাদক নুরুল কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সোমালিয়ার দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শেখ আসিফ এস. মিজান।
বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭ থেকে রাত ৯টা পর্যন্ত তাঁদের সাক্ষাৎকার ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় তারা বাংলাদেশ এবং অন্যান্য দেশের উচ্চশিক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং নিজেদের মতামত তুলে ধরেন।
সাক্ষাতের সময় উভয়েই একমত পোষণ করেন যে, বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেত্রেই সন্তোষজনক নয়। তারা মনে করেন, যথাযথ জীবনমুখী শিক্ষাব্যবস্থা ছাড়া কোনো জাতি সফলতার শিখরে পৌঁছাতে পারে না।
উল্লেখ্য, প্রফেসর ডক্টর শেখ আসিফ মিজান বিদেশের বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি ভাইস-চ্যান্সেলর হিসেবে কর্মরত আছেন।
এই সাক্ষাৎ বাংলাদেশ ও সোমালিয়ার মধ্যে উচ্চশিক্ষার বিষয়গুলো নিয়ে একটি উন্মুক্ত আলোচনা সৃষ্টি করেছে, যা উভয় দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করতে সহায়ক হবে।
এই মাত্র পাওয়াঃ
সংবাদ শিরোনামঃ
সাংবাদিক নুরুল কবির ও প্রফেসর আসিফ মিজানের সৌজন্য সাক্ষাৎ
- নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় ১২:৪৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
- ২১০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ