পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদের সদ্য অপসারিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নানকে সোমবার (১৪ অক্টোবর) বিকালে পুলিশ গ্রেপ্তার করেছে। বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল হান্নান বিলপাশার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি বিএনপির স্থানীয় কার্যালয়ে ভাঙচুর ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করায় পুলিশ এই পদক্ষেপ নিয়েছে। অভিযোগ রয়েছে, তিনি দলীয় কার্যক্রমে অংশ নিতে গিয়ে স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, ‘বিএনপি দলীয় কার্যালয় ভাঙচুর ও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার জন্য মামলা দায়ের করা হয়েছিল। তারই ভিত্তিতে আজ বিকেলে আব্দুল হান্নানকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, আব্দুল হান্নান সম্প্রতি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে স্থানীয় সরকার বিভাগ তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করেছে। ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং সেবা কার্যক্রমে তার অনুপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল। সেই ভিত্তিতেই স্থানীয় সরকার বিভাগ থেকে তার পদ থেকে অপসারণের নির্দেশনা আসে।
এই মাত্র পাওয়াঃ
অপসারণকৃত ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- পাবনা প্রতিনিধি
- আপডেট সময় ১২:০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
- ১৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ