সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করার একটি অধ্যাদেশ অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ক্যাডারে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। বিসিএসে একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার অংশগ্রহণ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের বাইরে অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রেও বয়সসীমা ৩২ বছর প্রযোজ্য হবে। তবে, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থার নিয়োগ বিধিমালা নিজ নিজ সংস্থার নিয়ম অনুযায়ী প্রযোজ্য হবে। প্রতিরক্ষা বিভাগ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে নিজ নিজ নিয়োগ বিধিমালা বহাল থাকবে।
এই অধ্যাদেশ ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা ৫৯ অনুযায়ী প্রণীত হয়েছে।