বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সীমিত করেছে সরকার। এখন থেকে একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার বিসিএসে অংশ নিতে পারবে। এছাড়া সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত হয়েছে, যা মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা এখন থেকে ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। এটি বিসিএসসহ অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে স্বায়ত্তশাসিত এবং প্রতিরক্ষা কর্মবিভাগের নিয়োগের ক্ষেত্রে নিজ নিজ নিয়োগ বিধিমালা বহাল থাকবে।
নতুন বিধি অনুযায়ী:
১. বিসিএসে একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার অংশগ্রহণ করতে পারবে। ২. সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করা হয়েছে। ৩. অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষেত্রেও একই বয়সসীমা প্রযোজ্য হবে। ৪. প্রতিরক্ষা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগ বিধিমালা আগের মতোই থাকবে।
এ আগে, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন চাকরিপ্রত্যাশীরা। তবে এ সংক্রান্ত কমিটি সরকারকে ৩৫ বছর বয়সসীমা করার সুপারিশ করলেও চূড়ান্ত সিদ্ধান্তে ৩২ বছর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।