ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
কারও জীবন নষ্ট করবেন না: মেহজাবীন চৌধুরী ইরান-ইসরায়েল সংঘাত: তেহরানের হামলার পর ইসরায়েলের পাল্টা আক্রমণের আশঙ্কা ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে লন্ডনে দাপিয়ে বেড়াচ্ছেন সাইফুজ্জামান মূল্যস্ফীতি মোকাবিলায় নীতি সুদহার ১০ শতাংশে উন্নীত করলো বাংলাদেশ ব্যাংক ঢাকা কলেজ শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগে ভিআইপি পরিবহনের ৩০টি বাস আটক চাঁদপুরে টাকা না পেয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক ঘেরাও করে তালা দিলো গ্রাহকরা জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে আপিল পুনরুজ্জীবিত করেছে সুপ্রিম কোর্ট প্রবাসী সরকার গঠন ঘোষণার গুঞ্জন ভিত্তিহীন বলছেন আওয়ামী লীগ নেতারা রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৫২ এসআইকে অব্যাহতি: স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমা চেয়ে ব্যারিস্টার সুমন বললেন, ‘সরি স্যার’
সংবাদ শিরোনামঃ
ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে লন্ডনে দাপিয়ে বেড়াচ্ছেন সাইফুজ্জামান মেয়র আতিকের এপিএস ফরিদের ভাই ফারুকের বিরুদ্ধে হুন্ডি ও অর্থপাচারের অভিযোগ মৌলভীবাজারের টেন্ডার নিয়ন্ত্রণ, কাজ না করে বিল উত্তোলন উপ-সহকারী প্রকৌশলীর দুদকের জালে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম অবশেষে দুর্নীতিপরায়ন স্থানীয় সরকার সচিব আবু হেনা মোর্শেদ জামান ওএসডি যশোরে পশুর হাটে চলছে লুটপাট, ইউএনও-র নামে মিথ্যা বিজ্ঞাপন তাকসিম সিন্ডিকেটের সুবিধাভোগীরা এখনো বহাল তবিয়তে শ্রীমঙ্গলে ইউপি সদস্যের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল আত্মসাতের অভিযোগ পাবনায় সাবেক ২ মেয়র ও কাউন্সিলরসহ ১৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরহাদ মজহারের ফেসবুক স্ট্যাটাসে উপদেষ্টা সরকারের তীব্র সমালোচনা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ২ বার পড়া হয়েছে

বিশিষ্ট লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার তার সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দেওয়া সাক্ষাৎকারকে কেন্দ্র করে সরকারের উপদেষ্টাদের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে এবং উপদেষ্টারা রাষ্ট্রপতির বক্তব্যকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টি করছেন।

ফরহাদ মজহার তার স্ট্যাটাসে সরাসরি শ্রম উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহমুদ সজীব ভূঁইয়াকে সম্বোধন করে লেখেন, ‘‘উপদেষ্টা আসিফ লিখেছেন, স্বৈরাচারী হাসিনা মৌখিকভাবে পদত্যাগ করেছেন। কিন্তু এটি সত্য নয়। সবসময়ই রাষ্ট্রপতির কাছে লিখিত পদত্যাগপত্র দেওয়ার কথা বলা হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘আপনারা শুরু থেকেই আমাদের কথা শোনেননি এবং গণঅভ্যুত্থানকে ফ্যাসিস্ট সংবিধানের অধীনে সংহত করার চেষ্টা করেছেন। বর্তমান রাজনৈতিক ও আইনি জটিলতা থেকে বের হওয়ার জন্য কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে কোনো সমাধান না খুঁজে পদত্যাগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’’

ফরহাদ মজহার উপদেষ্টা আসিফ নজরুলসহ অন্যান্যদের কড়া সমালোচনা করে বলেন, ‘‘আপনারা সেনাপ্রধান ও হাসিনার নিযুক্ত সেনাবাহিনীর কিছু উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে আঁতাত করেছেন, যা প্রশ্নবিদ্ধ ছিল এবং বর্তমানে আরও জটিলতায় রূপ নিয়েছে। সাধারণ সৈনিকদের অবদান অস্বীকার করে ফ্যাসিস্ট সেনাপ্রধানের সঙ্গে আঁতাত করা ঠিক হয়নি।’’

ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, ‘‘জনগণই আমাদের শক্তির উৎস, জেনারেলরা নয়। বর্তমান পরিস্থিতি থেকে নিষ্ক্রান্ত হওয়ার সঠিক রণনীতি নির্ধারণ করতে হবে। ছাত্র-জনতা ও সৈনিকের মৈত্রীকে জোরদার করে গণশক্তির পুনর্জাগরণ ঘটানো প্রয়োজন।’’

জনপ্রিয় সংবাদ

কারও জীবন নষ্ট করবেন না: মেহজাবীন চৌধুরী

ফরহাদ মজহারের ফেসবুক স্ট্যাটাসে উপদেষ্টা সরকারের তীব্র সমালোচনা

আপডেট সময় ০১:৫৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বিশিষ্ট লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার তার সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দেওয়া সাক্ষাৎকারকে কেন্দ্র করে সরকারের উপদেষ্টাদের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে এবং উপদেষ্টারা রাষ্ট্রপতির বক্তব্যকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টি করছেন।

ফরহাদ মজহার তার স্ট্যাটাসে সরাসরি শ্রম উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহমুদ সজীব ভূঁইয়াকে সম্বোধন করে লেখেন, ‘‘উপদেষ্টা আসিফ লিখেছেন, স্বৈরাচারী হাসিনা মৌখিকভাবে পদত্যাগ করেছেন। কিন্তু এটি সত্য নয়। সবসময়ই রাষ্ট্রপতির কাছে লিখিত পদত্যাগপত্র দেওয়ার কথা বলা হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘আপনারা শুরু থেকেই আমাদের কথা শোনেননি এবং গণঅভ্যুত্থানকে ফ্যাসিস্ট সংবিধানের অধীনে সংহত করার চেষ্টা করেছেন। বর্তমান রাজনৈতিক ও আইনি জটিলতা থেকে বের হওয়ার জন্য কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে কোনো সমাধান না খুঁজে পদত্যাগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’’

ফরহাদ মজহার উপদেষ্টা আসিফ নজরুলসহ অন্যান্যদের কড়া সমালোচনা করে বলেন, ‘‘আপনারা সেনাপ্রধান ও হাসিনার নিযুক্ত সেনাবাহিনীর কিছু উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে আঁতাত করেছেন, যা প্রশ্নবিদ্ধ ছিল এবং বর্তমানে আরও জটিলতায় রূপ নিয়েছে। সাধারণ সৈনিকদের অবদান অস্বীকার করে ফ্যাসিস্ট সেনাপ্রধানের সঙ্গে আঁতাত করা ঠিক হয়নি।’’

ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, ‘‘জনগণই আমাদের শক্তির উৎস, জেনারেলরা নয়। বর্তমান পরিস্থিতি থেকে নিষ্ক্রান্ত হওয়ার সঠিক রণনীতি নির্ধারণ করতে হবে। ছাত্র-জনতা ও সৈনিকের মৈত্রীকে জোরদার করে গণশক্তির পুনর্জাগরণ ঘটানো প্রয়োজন।’’