জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতিবাদমূলক বার্তা দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।
‘কারও জীবন নষ্ট করবেন না’ শিরোনামের এই বার্তায় তিনি সাম্প্রতিক এক গৃহকর্মী নির্যাতনের ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মেহজাবীন জানান, নির্যাতনের এই ঘটনা তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছে।
মেহজাবীন বলেন, ‘‘অনলাইনে অনেকেই নিজেদের ভুক্তভোগী বা ভালো মানুষ হিসেবে দেখাতে চায়, কিন্তু বাস্তবে সব কিছু ভান করা হয়। সোশ্যাল মিডিয়ায় যা কিছু দেখছেন, সবকিছু বিশ্বাস করবেন না।’’
তিনি সহমর্মিতার সাথে গৃহকর্মীদের সাথে আচরণ করার আহ্বান জানান এবং শারীরিক বা মানসিক নির্যাতনকে অপরাধ হিসেবে চিহ্নিত করেন।
তিনি আরও যোগ করেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় বড় কথার চেয়ে বাস্তব কাজই বেশি গুরুত্বপূর্ণ। আগে ভালো মানুষ হোন, তারপর অনলাইনে নিজেকে ভালো মানুষ হিসেবে উপস্থাপন করুন।’’