ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে হাফ ভাড়া দিতে চাওয়ায় বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিআইপি পরিবহনের ৩০টি বাস আটক করেছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা বাসগুলো কলেজের মূল ফটকের সামনে সারিবদ্ধভাবে আটকে রাখে।
আহত শিক্ষার্থী সাবিত, ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের ছাত্র, আজিমপুর থেকে কলেজে আসার সময় বাসের হেল্পারের সঙ্গে হাফ ভাড়া নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়ার ফলে তার পা আঘাতপ্রাপ্ত হয় এবং রক্তক্ষরণ শুরু হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, শিক্ষার্থীরা ভিআইপি পরিবহনের ৩০টি বাস আটকে রেখেছে। বিষয়টি নিউমার্কেট থানাকে জানানো হয়েছে এবং থানা কর্তৃপক্ষ এটি দেখছে। তবে তিনি শিক্ষার্থীদের নিজেদের হাতে বিচার না নেওয়ার পরামর্শ দেন।