ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যানী পূজা মিঠাপুকুরে জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন: জনমনে ক্ষুব্দ প্রতিক্রিয়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক- ৬ যশোরে টেন্ডার নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে লাঞ্ছিতের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার ওজন নিয়ে সমালোচনার জবাবে সোজাসাপটা জবাব দিলেন সামান্থা সংসার করতে চান বাঁধন, একান্ত সঙ্গীর খোঁজে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল

প্রবাসী সরকার গঠন ঘোষণার গুঞ্জন ভিত্তিহীন বলছেন আওয়ামী লীগ নেতারা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় আওয়ামী লীগ সমাবেশ আয়োজন করে প্রবাসী সরকার ঘোষণা করতে যাচ্ছে—এমন গুঞ্জন সম্প্রতি আলোচনায় এসেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’জন সমন্বয়কও একই দাবি করে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সমাবেশে উপস্থিত থাকতে পারেন। তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এই তথ্যকে ভিত্তিহীন এবং প্রোপাগান্ডা বলে দাবি করেছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিবিসি বাংলাকে বলেন, ‘‘এগুলো সব ভিত্তিহীন, অসত্য এবং প্রোপাগান্ডা।’’ ভারত সরকারও জানিয়েছে, এমন কোনো পরিকল্পনা বা তৎপরতা সম্পর্কে তারা অবগত নয়।

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর কিছু আওয়ামী লীগ নেতা আগরতলায় সমাবেশ করার চেষ্টা করছেন। এই গুঞ্জনের প্রেক্ষিতে কুমিল্লা থেকে মশাল মিছিল বের করে আন্দোলনের নেতারা এর প্রতিবাদ জানান।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র নেতা জানান, ‘‘দেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ।’’

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা

প্রবাসী সরকার গঠন ঘোষণার গুঞ্জন ভিত্তিহীন বলছেন আওয়ামী লীগ নেতারা

আপডেট সময় ০২:১৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় আওয়ামী লীগ সমাবেশ আয়োজন করে প্রবাসী সরকার ঘোষণা করতে যাচ্ছে—এমন গুঞ্জন সম্প্রতি আলোচনায় এসেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’জন সমন্বয়কও একই দাবি করে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সমাবেশে উপস্থিত থাকতে পারেন। তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এই তথ্যকে ভিত্তিহীন এবং প্রোপাগান্ডা বলে দাবি করেছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিবিসি বাংলাকে বলেন, ‘‘এগুলো সব ভিত্তিহীন, অসত্য এবং প্রোপাগান্ডা।’’ ভারত সরকারও জানিয়েছে, এমন কোনো পরিকল্পনা বা তৎপরতা সম্পর্কে তারা অবগত নয়।

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর কিছু আওয়ামী লীগ নেতা আগরতলায় সমাবেশ করার চেষ্টা করছেন। এই গুঞ্জনের প্রেক্ষিতে কুমিল্লা থেকে মশাল মিছিল বের করে আন্দোলনের নেতারা এর প্রতিবাদ জানান।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র নেতা জানান, ‘‘দেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ।’’