সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় আওয়ামী লীগ সমাবেশ আয়োজন করে প্রবাসী সরকার ঘোষণা করতে যাচ্ছে—এমন গুঞ্জন সম্প্রতি আলোচনায় এসেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’জন সমন্বয়কও একই দাবি করে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সমাবেশে উপস্থিত থাকতে পারেন। তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এই তথ্যকে ভিত্তিহীন এবং প্রোপাগান্ডা বলে দাবি করেছেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিবিসি বাংলাকে বলেন, ‘‘এগুলো সব ভিত্তিহীন, অসত্য এবং প্রোপাগান্ডা।’’ ভারত সরকারও জানিয়েছে, এমন কোনো পরিকল্পনা বা তৎপরতা সম্পর্কে তারা অবগত নয়।
অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর কিছু আওয়ামী লীগ নেতা আগরতলায় সমাবেশ করার চেষ্টা করছেন। এই গুঞ্জনের প্রেক্ষিতে কুমিল্লা থেকে মশাল মিছিল বের করে আন্দোলনের নেতারা এর প্রতিবাদ জানান।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র নেতা জানান, ‘‘দেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ।’’