সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করেছেন। একই সঙ্গে আদালত আপিল দাখিলে বিলম্ব মার্জনা করেছেন, ফলে নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের ওপর পুনরায় শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার (২২ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
জামায়াতের পক্ষে আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক ও মোহাম্মদ শিশির মনির শুনানিতে অংশ নেন।
শুনানি শেষে শিশির মনির জানান, আদালত বিলম্ব মার্জনা করে আপিল পুনরুজ্জীবিত করার অনুমতি দিয়েছেন এবং নতুন আপিলকারী হিসেবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে স্থলাভিষিক্ত করা হবে।
এর আগে ২০১৩ সালে হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে। ২০১৮ সালে নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। আজকের আদেশের ফলে বিষয়টি নতুনভাবে শুনানি ও পর্যালোচনার সুযোগ তৈরি হলো।