রাজশাহী সরকারি মহিলা কলেজের কেন্দ্রে পরীক্ষা দিতে আসা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া (২০) কে সাধারণ শিক্ষার্থীদের হাতে বেধড়ক পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ জানান, পিয়া ছাত্র-জনতার ওপর হামলার মামলার এজাহারভুক্ত আসামি। কলেজের অধ্যক্ষ ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা জানিয়েছেন, পিয়া পরীক্ষা দিতে আসলে একদল শিক্ষার্থী তাকে শনাক্ত করে এবং পুলিশের হাতে তুলে দিতে বলেন।
অধ্যক্ষের কাছে শিক্ষার্থীরা মামলার এজাহার দেখান, যেখানে পিয়ার নাম উল্লেখ রয়েছে। এরপর পুলিশে ফোন করতে গেলে শিক্ষার্থীরা জানায়, তারা ইতোমধ্যেই পুলিশ ডেকেছেন। শিক্ষার্থীরা পরীক্ষা চলাকালীন সময় অপেক্ষা করেন এবং পরীক্ষা শেষে পুলিশ সদস্যদের সহায়তায় পিয়াকে গ্রেপ্তার করে।
ভিডিওতে দেখা গেছে, পিয়াকে মারতে মারতে পুলিশের গাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পিয়া জানার চেষ্টা করেন, “আমার অপরাধ কী?” পরীক্ষার হলেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পুলিশ আসার পর তাকে বের করার সময় দুই নারী পিয়াকে মারধর করতে শুরু করেন। পুলিশের গাড়িতে ওঠার সময় পিয়া ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।
বোয়ালিয়া থানার ওসি বলেন, “জান্নাতুল ফেরদৌস পিয়া গ্রেপ্তার হওয়ার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়ামের সঙ্গে যোগাযোগ করতে গেলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।