ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি সম্প্রতি বাংলাদেশ-আফ্রিকার ক্রমবর্ধমান চাকরির বাজারে বাংলাদেশি গ্রাজুয়েটদের প্রবেশের সম্ভাবনা ও প্রস্তুতি নিয়ে একটি বিশেষ সেমিনারের আয়োজন করেছে।
সেমিনারের প্রধান বক্তা ছিলেন সোমালিয়ার মোগাদিসুর দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আসিফ এস. মিজান। তিনি আফ্রিকার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি গ্রাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ ও সম্ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা করেন।
অধ্যাপক মিজান বলেন, “আফ্রিকা হলো সুযোগের ভূমি; যারা নিজেদের দক্ষতা প্রমাণ করতে ইচ্ছুক, তাদের জন্য এখানে অসংখ্য সম্ভাবনা রয়েছে।”
তিনি শিক্ষার্থীদের আফ্রিকান চাকরির বাজারের বিভিন্ন ক্ষেত্রে সম্ভাবনা খুঁজে বের করতে উৎসাহিত করেন এবং কর্মক্ষেত্রে সফলতার জন্য প্রয়োজনীয় সফট স্কিল, সংস্কৃতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং নেটওয়ার্কিং দক্ষতার গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারের প্রশ্নোত্তর পর্বে তিনি শিক্ষার্থীদের আন্তর্জাতিক কর্মসংস্থান মেলা, গ্লোবাল ইন্টার্নশিপ এবং অনলাইন নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে সক্রিয় থাকার পরামর্শ দেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সেমিনারে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির এডভাইজার মো. সালমান সোহেল, অধ্যাপক ড. লিজা শারমিন, ড. এ. বি. এম আলাউদ্দিন চৌধুরী এবং জনাব ফুয়াদ হোসেন সরকার। তাঁরা আফ্রিকান কর্মক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের ভূমিকা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন মো. সালমান সোহেল এবং সমাপনী বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. লিজা শারমিন। সেমিনারটি ডিআইইউআরএস-এর বৈশ্বিক কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের সফল করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়।