দেশের বেকারদের কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতে পারলেই দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিএনপি ২০২২ সালে রাষ্ট্র সংস্কার ও মেরামতের প্রয়োজন অনুভব করেছিলো বলেই সেদিন এই সংস্কারের রূপরেখা জাতি সামনে তুলে ধরেছিল, যা আজকের সরকার ও বৈষম্যবিরোধী ছাত্র জনতা অনুভব করছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) যশোরে বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের কৌশল নির্ধারণে আয়োজিত এক প্রশিক্ষক কর্মশালায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন।।
যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুল মজিদ।।
অনুষ্ঠানে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকন, আনজারুল হক খোকন প্রমুখ উপস্থিত থেকে বক্তৃতা করেন।
অনিন্দ্য ইসলাম অমিত তার বক্তৃতায় বলেন, বিএনপি এ দেশের মানুষের ভাগ্যোন্নয়নের রাজনীতি করে। গত ১৭ বছর বিএনপি জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার আন্দোলনে রাজপথে ছিল, এখনো আছে। যতদিন একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার অর্পিত না হচ্ছে ততদিন বিএনপি রাজপথেই থাকবে। আর তার জন্য ৩১ দফা আমাদের হাতিয়ার। দেশের মানুষের ভাগ্যোন্নয়নে এই ৩১ দফা নিয়ে মানুষের কাছে যেতে হবে। তাদেরকে ৩১ দফার সুফল সম্পর্কে সচেতন করে তুলতে হবে। আর তার জন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ৩১ দফার গুরুত্ব অনুধাবন করে তা ধারন করতে হবে; লালন করতে হবে।