নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের আওয়ামী লীগের ৩ বারের সাবেক সংসদ সদস্য ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারকে আটক করেছে রংপুর মহানগর পুলিশ।
বুধবার (০৫ মার্চ ২০২৫) দিবাগত রাত ১২.৩০ মিনিটে রংপুর মহানগর নিউ সেনপাড়া এলাকায় এমপির নিকটতম আত্মীয়র বাসায় আত্মগোপনে থাকার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী গণমাধ্যমকে বলেন, আত্মগোপনে থাকা এমপি আফতাব এর খোঁজ গোপন সংবাদের ভিত্তিতে আমরা পেয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশিয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা, হত্যাচেষ্টা ও হত্যাকান্ডে অর্থ সহযোগিতার অভিযোগে তার বিরুদ্ধে রংপুরে ১টি মামলা ও ডিমলা থানায় ২টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (০৬ মার্চ) সকালে তাকে রংপুর আদালতে হাজির করা হয়।