মানিকগঞ্জের ঘিওরে পয়লা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
প্রচারণা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর।
পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোশারফ হোসেন মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড, মাকসুদুর রহমান মুকুল, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মো. লোকমান হোসেন, জেলা কৃষক দলের সহ-সভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক মো. কামরুল হাসান, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জানে আলম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকল নেতাকর্মীদের কাজ করতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালবাসতে হলে মানুষের কাছে যেতে হবে। তাদের ভালোবাসা নিয়ে মানুষের জন্য কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদার হাতে গড়া বিএনপিকে ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের হাত শক্তিশালী হবে।