রংপুরের মিঠাপুকুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া অফিসের উদ্যোগে স্পন্সরশীপের 2.0,C4D এবং কার্যকর শিশু যোগাযোগের উপরে দক্ষতা বৃদ্ধি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় শতাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
রবিবার (০৮ ডিসেম্বর) সকাল ১১ টার সময় মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর সেন্ট মেরিস আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার, মারিয়া মালোর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, রুবেল হোসাইন সংগ্রাম।
আলোচনায় শিশুদের যোগাযোগ এবং দক্ষতা বৃদ্ধিতে শিশু সাংবাদিকতায় শিশুদের সম্পৃক্ততাসহ বিভিন্ন বিষয় উঠে আসে। এ সময় শিশুরা সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে তারা কিভাবে শিশু সাংবাদিকতায় সম্পৃক্ত হবেন সে বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেন। সেই সঙ্গে বাল্যবিবাহ, অপহরণ, ইভটিজিং, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রবণতা কমানোর ক্ষেত্রে শিশুরা শিশু সাংবাদিকতায় সম্পৃক্ত হয়ে সামাজিক অপরাধ প্রবণতা কমাতে সকলের সহযোগিতা কামনা করেন।
শিশু শিক্ষার্থীর মধ্যে বক্তব্য রাখেন, নাহিদ, আবির, কারিমা, আদেশ, বৃষ্টিসহ বেশ কয়েকজন শিশু শিক্ষার্থী।