যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল নিয়ে বাংলাদেশে দুশ্চিন্তার কারণ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র তৈরির দায়িত্বপ্রাপ্ত কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
বুধবার (৬ নভেম্বর) আমেরিকান সেন্টারে আয়োজিত ‘ইউএস ইলেকশন পার্টি’ অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
ড. দেবপ্রিয় বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক একমাত্র রাজনৈতিক দল পরিবর্তনের ওপর নির্ভরশীল নয়। বাণিজ্যিক, কৌশলগত এবং ভূ-রাজনৈতিক কারণও এই সম্পর্ককে প্রভাবিত করে।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট পরিবর্তনের ফলে সম্পর্কের মূল গতিপথ পরিবর্তন হয় না। যুক্তরাষ্ট্রে যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশের অর্থনীতির ওপর তাৎক্ষণিক প্রভাব পড়ার সম্ভাবনা নেই। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাই অন্যান্য দেশের ভোটের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখা সম্ভব বলে মনে করেন তিনি।