ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যানী পূজা মিঠাপুকুরে জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন: জনমনে ক্ষুব্দ প্রতিক্রিয়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক- ৬ যশোরে টেন্ডার নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে লাঞ্ছিতের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার ওজন নিয়ে সমালোচনার জবাবে সোজাসাপটা জবাব দিলেন সামান্থা সংসার করতে চান বাঁধন, একান্ত সঙ্গীর খোঁজে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল

রাঙামাটিতে প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার থাকবে: ডিসি

রাঙামাটিতে দুর্গাপূজা উপলক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উৎসব চলাকালে প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার থাকবে। নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব পালনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার বলেন, জেলায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে এবার ৪৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এগুলোর মধ্যে রাঙামাটি সদরে ১৫টি, কাপ্তাই উপজেলায় ৮টি, রাজস্থলীতে ৪টি, কাউখালীতে ৪টি, বরকলে ২টি, বাঘাইছড়িতে ৫টি, লংগদুতে ৩টি এবং নানিয়াচর, বিলাইছড়ি ও জুরাছড়ি উপজেলার প্রতিটিতে ১টি করে পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, উৎসবটিকে সামনে রেখে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন মো. মোশারফ হোসেন খান বলেন, রাঙামাটিতে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুন্দরভাবে দুর্গোৎসব উদযাপনে প্রতিটি পূজামণ্ডপে প্রশাসন সার্বক্ষণিক সহায়তা করবে। এছাড়া পূজা উদযাপন পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের নিজ উদ্যেগে পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সচেতন থাকতে অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন বলেন, সদরসহ রাঙামাটি জেলার প্রতিটি পূজামণ্ডপে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সার্বক্ষণিক কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা

রাঙামাটিতে প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার থাকবে: ডিসি

আপডেট সময় ০৮:৩৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

রাঙামাটিতে দুর্গাপূজা উপলক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উৎসব চলাকালে প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার থাকবে। নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব পালনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার বলেন, জেলায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে এবার ৪৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এগুলোর মধ্যে রাঙামাটি সদরে ১৫টি, কাপ্তাই উপজেলায় ৮টি, রাজস্থলীতে ৪টি, কাউখালীতে ৪টি, বরকলে ২টি, বাঘাইছড়িতে ৫টি, লংগদুতে ৩টি এবং নানিয়াচর, বিলাইছড়ি ও জুরাছড়ি উপজেলার প্রতিটিতে ১টি করে পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, উৎসবটিকে সামনে রেখে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন মো. মোশারফ হোসেন খান বলেন, রাঙামাটিতে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুন্দরভাবে দুর্গোৎসব উদযাপনে প্রতিটি পূজামণ্ডপে প্রশাসন সার্বক্ষণিক সহায়তা করবে। এছাড়া পূজা উদযাপন পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের নিজ উদ্যেগে পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সচেতন থাকতে অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন বলেন, সদরসহ রাঙামাটি জেলার প্রতিটি পূজামণ্ডপে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সার্বক্ষণিক কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।