রাঙামাটির কাউখালী উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি সাজাই মং মারমার বাড়িতে হামলা, ভাংচুর ও প্রাণ নাশের হুমকির ঘটনায় করা এক মামলায় বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অংক্যজ চৌধুরীসহ দলটির দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অপরজন হলেন-কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি অভিমং চৌধুরী।
গ্রেফতারকৃতরা হলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্র চৌধুরীর ছেলে অভিমং চৌধুরী এবং তার ভাই অংক্যজ চৌধুরী।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে জামিন চেয়ে রাঙামাটির আদালতে হাজির হলে জামিন নামঞ্জুর করে তাদেরকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পুলিশ ও আদালত সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, ২১ সেপ্টেম্বর রাতে কাউখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজাই মং মারমার বাড়িতে হামলা ও ভাংচুর করেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর সাজাই মং মারমা নিজে বাদী হয়ে কাউখালী থানায় একটি মামলা (নং-০২, তারিখ- ২৩.০৯.২০২৪) দায়ের করেন। মামলায় গ্রেফতার দুইজন সহ ১৫-২০ জনকে আসামি করা হয়।
মামলার সূত্রে জানা যায়, ঘটনার রাতে আসামিরা কাউখালী উপজেলার বেতবুনিয়ার মহাজনপাড়া এলাকায় সাজাই মং মারমার বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। এ সময় বিএনপি নেতা সাজাই মংকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় আসামিরা।
এ ঘটনায় মঙ্গলবার তিনজনকে গ্রেফতারের বিষয়ে কাউখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগ জানান, উপজেলা বিএনপি নেতার বাড়িতে হামলার ঘটনায় ২৩ সেপ্টম্বর কাউখালী থানায় করা মামলায় রাঙামাটির আদালতে জামিন চাইতে গিয়ে ওই তিন আসামিকে গ্রেফতারের বিষয়টি ইতোমধ্যে জানতে পেরেছি। তবে এ সংক্রান্ত কাগজপত্র এখনো হাতে পাইনি।