ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
শিক্ষার্থীরা রাজনৈতিক দল করলে ভোট দেবেন ৪০ শতাংশ মানুষ: বিআইজিডির জরিপ মৌলভীবাজারে সাইবার ক্রাইম তদন্ত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমলগঞ্জ-শ্রীমঙ্গলে পর্যটন শিল্প বিকাশে মতবিনিময় রাহাত ফতেহ আলীর চ্যারিটি কনসার্টের জন্য ভাড়া মওকুফ করলো সেনাবাহিনী গাজায় ইসরায়েলি বোমা হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত, নিহতের সংখ্যা ৪৪,৮০০ ছাড়াল দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা পর সচল হলো ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যাট হাতে ঝড় তুললেন তামিম ইকবাল অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট: এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি প্রখ্যাত সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন, ছাত্রসংগঠনে  মতবিরোধ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৯ বিলিয়ন ডলার ছাড়ালো ভারত-পাকিস্তানের কিছু সমস্যায় সক্রিয় হচ্ছে না সার্ক: ড. ইউনূস

প্রায় ১মাস পর রাঙামাটি পর্যটনের দুয়ার খুললো

প্রায় দীর্ঘ ১মাস পর্যটন ব্যবসা বন্ধ থাকার পর শুক্রবার (০১ নভেম্বর) সকাল থেকে খুলে দেওয়া হয়েছে রাঙামাটির পর্যটন স্পটগুলো। স্থানীয় ও দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটক আসতে শুরু করছে। নতুন করে ফিরে পেয়েছে পর্যটনের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়িদের যৌবন।

আগামী সপ্তাহ হতে পর্যটক আরো বৃদ্ধি পাবে। তাই দীর্ঘ ১ মাসে পর্যটন ব্যবসায় যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে একটু সময় লাগবে।

আজকে পর্যটন খোলার প্রথম দিনে অনেক পর্যটকের আগমন ঘটেছে। আশা করছি আগামীতে অনেক পর্যটক রাঙামাটি শহরে ঘুরতে আসবে। শুক্রবার সরকারি ছুটির দিনে স্থানীয় ও দূর-দূরান্ত হতে রাঙামাটি পর্যটন স্পটগুলোতে ২-৩ হাজার পর্যটক রাঙামাটি বেড়াতে আসছে।

পর্যটন হলিডে কমপ্লেক্সের টিকেট কাউন্টারে দায়িত্ব থাকা মো. সোহেল ও পর্যটক বোট ম্যানেজার মো. ফখরুল ইসলাম বলেন, শুক্রবারে ২৪দিন পর পর্যটন খুলে দেওয়া হয়েছে। মোটামুটি পর্যটক আসা শুরু করছে। ৩-৪শ পর্যটকের কাছে টিকেট বিক্রি করা হয়েছে। স্থানীয় অনেক টিকেট ছাড়াও ঝুলন্ত ব্রিজে প্রবেশ করছে। এছাড়াও ১৫-২০টি পর্যটন ফাইবার বোট ভাড়া দেওয়া হয়েছে। আশা করছি আগামী সপ্তাহে ব্যাপক পর্যটক আসার সম্ভাবনা রয়েছে। সামনে শুক্রবার-শনিবরে অনেক সরকারি বেসরকারি পর্যটক ঘুরাঘুরি করতে আসবে। তাতে আমাদের লোকসান কাটিয়ে উঠার সম্ভাবনা রয়েছে।

হোটেল হিল প্যারাডাইস এর মালিক মো. মঈনুল ইসলাম বলেন,দীর্ঘ ১মাস পর্যটন স্পটগুলো বন্ধ থাকার পর শুক্রবারে খুলে দেওয়া হয়েছে। আজ থেকে হোটেলগুলোতে বেশ কিছু রুম বুকিং হয়েছে। আগামীতে আরো বুকিং হবে। রাঙামাটির পরিবেশ পরিস্থিতি অনেক ভাল, নির্ভয়ে পর্যটক বেড়াতে পারেব। এখানে আইনশৃঙ্খলা ভাল আছে। পর্যটক আসলে আমাদের ব্যবসা আরো ভাল হবে।

আগত পর্যটক রাশেদ শাহরিয়ার রিপন ও লোকমান হোসেন বলেন, শুনলাম দীর্ঘ দিন পর রাঙামাটি পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হয়েছে। তাই আমরা চট্টগ্রাম ও ঢাকা থেকে বেড়াতে এসেছি। অনেক ভাল লেগেছে, খুব আনন্দ উপভোগ করছি। আর ঝুলন্ত ব্রিজ দেখে আরো ভাল লেগেছে। আবারো বেড়াতে আসবো।

দীর্ঘ ২৪দিন পর আজ রাঙামাটি পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হয়েছে। পর্যটন হলি ডে কমপ্লেক্স, আবাসিক হোটেল মোটেল মালিক, বোট মালিক ও রেস্তোরা মালিকসহ নানান শ্রেণির মানুষ প্রাণ খুলে মুক্ত আবহাওয়া ও কোমল নির্মল পরিবেশে পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসেছি ঝুলন্ত ব্রিজে। রাঙামাটি সবকটি পর্যটন স্পট গুলো দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন,প্রায় একমাস পর গতকাল শুক্রবারে রাঙামাটির পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হলো। এখন থেকে নির্বিঘেœ মানুষ বেড়াতে আসবে। পর্যটক ঘুরতে আসা আর কোন বাঁধা রইলো না। নিরাপত্তাজনিত কারনে এতদিন পর্যটক আসতে নিরুৎসাহিত করা হয়েছিল।
পুলিশ সুপার ড.ফাহাদ হোসেন বলেন,রাঙামাটিতে পর্যটকদের নিরাপত্তার ব্যাপারে জেলা পুলিশ,নৌ পুলিশ ও টুরিস্ট পুলিশ সর্বদা সচেতন রয়েছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে পর্যটন এলাকায় টুরিষ্ট ডিউটিরত থাকবে। দেশ ও দেশের বাহির থেকে যে কোন ধরনের পর্যটক আসতে পারবে।

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীরা রাজনৈতিক দল করলে ভোট দেবেন ৪০ শতাংশ মানুষ: বিআইজিডির জরিপ

প্রায় ১মাস পর রাঙামাটি পর্যটনের দুয়ার খুললো

আপডেট সময় ০৭:৩২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

প্রায় দীর্ঘ ১মাস পর্যটন ব্যবসা বন্ধ থাকার পর শুক্রবার (০১ নভেম্বর) সকাল থেকে খুলে দেওয়া হয়েছে রাঙামাটির পর্যটন স্পটগুলো। স্থানীয় ও দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটক আসতে শুরু করছে। নতুন করে ফিরে পেয়েছে পর্যটনের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়িদের যৌবন।

আগামী সপ্তাহ হতে পর্যটক আরো বৃদ্ধি পাবে। তাই দীর্ঘ ১ মাসে পর্যটন ব্যবসায় যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে একটু সময় লাগবে।

আজকে পর্যটন খোলার প্রথম দিনে অনেক পর্যটকের আগমন ঘটেছে। আশা করছি আগামীতে অনেক পর্যটক রাঙামাটি শহরে ঘুরতে আসবে। শুক্রবার সরকারি ছুটির দিনে স্থানীয় ও দূর-দূরান্ত হতে রাঙামাটি পর্যটন স্পটগুলোতে ২-৩ হাজার পর্যটক রাঙামাটি বেড়াতে আসছে।

পর্যটন হলিডে কমপ্লেক্সের টিকেট কাউন্টারে দায়িত্ব থাকা মো. সোহেল ও পর্যটক বোট ম্যানেজার মো. ফখরুল ইসলাম বলেন, শুক্রবারে ২৪দিন পর পর্যটন খুলে দেওয়া হয়েছে। মোটামুটি পর্যটক আসা শুরু করছে। ৩-৪শ পর্যটকের কাছে টিকেট বিক্রি করা হয়েছে। স্থানীয় অনেক টিকেট ছাড়াও ঝুলন্ত ব্রিজে প্রবেশ করছে। এছাড়াও ১৫-২০টি পর্যটন ফাইবার বোট ভাড়া দেওয়া হয়েছে। আশা করছি আগামী সপ্তাহে ব্যাপক পর্যটক আসার সম্ভাবনা রয়েছে। সামনে শুক্রবার-শনিবরে অনেক সরকারি বেসরকারি পর্যটক ঘুরাঘুরি করতে আসবে। তাতে আমাদের লোকসান কাটিয়ে উঠার সম্ভাবনা রয়েছে।

হোটেল হিল প্যারাডাইস এর মালিক মো. মঈনুল ইসলাম বলেন,দীর্ঘ ১মাস পর্যটন স্পটগুলো বন্ধ থাকার পর শুক্রবারে খুলে দেওয়া হয়েছে। আজ থেকে হোটেলগুলোতে বেশ কিছু রুম বুকিং হয়েছে। আগামীতে আরো বুকিং হবে। রাঙামাটির পরিবেশ পরিস্থিতি অনেক ভাল, নির্ভয়ে পর্যটক বেড়াতে পারেব। এখানে আইনশৃঙ্খলা ভাল আছে। পর্যটক আসলে আমাদের ব্যবসা আরো ভাল হবে।

আগত পর্যটক রাশেদ শাহরিয়ার রিপন ও লোকমান হোসেন বলেন, শুনলাম দীর্ঘ দিন পর রাঙামাটি পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হয়েছে। তাই আমরা চট্টগ্রাম ও ঢাকা থেকে বেড়াতে এসেছি। অনেক ভাল লেগেছে, খুব আনন্দ উপভোগ করছি। আর ঝুলন্ত ব্রিজ দেখে আরো ভাল লেগেছে। আবারো বেড়াতে আসবো।

দীর্ঘ ২৪দিন পর আজ রাঙামাটি পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হয়েছে। পর্যটন হলি ডে কমপ্লেক্স, আবাসিক হোটেল মোটেল মালিক, বোট মালিক ও রেস্তোরা মালিকসহ নানান শ্রেণির মানুষ প্রাণ খুলে মুক্ত আবহাওয়া ও কোমল নির্মল পরিবেশে পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসেছি ঝুলন্ত ব্রিজে। রাঙামাটি সবকটি পর্যটন স্পট গুলো দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন,প্রায় একমাস পর গতকাল শুক্রবারে রাঙামাটির পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হলো। এখন থেকে নির্বিঘেœ মানুষ বেড়াতে আসবে। পর্যটক ঘুরতে আসা আর কোন বাঁধা রইলো না। নিরাপত্তাজনিত কারনে এতদিন পর্যটক আসতে নিরুৎসাহিত করা হয়েছিল।
পুলিশ সুপার ড.ফাহাদ হোসেন বলেন,রাঙামাটিতে পর্যটকদের নিরাপত্তার ব্যাপারে জেলা পুলিশ,নৌ পুলিশ ও টুরিস্ট পুলিশ সর্বদা সচেতন রয়েছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে পর্যটন এলাকায় টুরিষ্ট ডিউটিরত থাকবে। দেশ ও দেশের বাহির থেকে যে কোন ধরনের পর্যটক আসতে পারবে।