ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী রাজধানীতে এক অনুষ্ঠানে দাবী আদায়ে রাজপথের পরিবর্তে খোলা মাঠ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যারা রাজধানীর রাজপথে নেমে আসেন তাদের জনদুর্ভোগের কথা চিন্তা করে কর্মসূচি আয়োজনের জন্য খোলা মাঠ বেছে নিতে অনুরোধ করা হচ্ছে।
বুধবার (০৮ জানুয়ারি) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, “ইদানীং বিভিন্ন গোষ্ঠী দাবি আদায়ের জন্য রাজপথ দখল করে। তারা মনে করে রাজপথ দখল করলে দাবি আদায় সম্ভব হবে। কিন্তু এর ফলে ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায়, যার ফলে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা সৃষ্টি হয়।”
ডিএমপি কমিশনার আরও বলেন, “বিশেষ করে মিরপুর, এয়ারপোর্ট ও রামপুরা রোডে যানজট ও সমস্যা বেশি হয়। তাই আমি অনুরোধ করছি, নিজেদের দাবি আদায়ের জন্য খোলা মাঠ বেছে নিন। টেবিলের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন।”
এ সময় তিনি পুলিশের পক্ষ থেকে সব পক্ষের সহায়তা কামনা করেন এবং জানান, যারা নিয়ম মেনে কর্মসূচি পালন করবেন তাদের সহায়তা দেয়া হবে।
এখন পর্যন্ত কেউ কোন রাজনৈতিক বা সামাজিক দাবির ব্যাপারে রাজপথে কর্মসূচি পালনের জন্য কোন সিদ্ধান্ত নিলে, পুলিশ সর্বাত্মক সহায়তা দেবে, তবে জনদুর্ভোগ সৃষ্টি না করতে খোলা মাঠ ব্যবহারের অনুরোধ জানানো হচ্ছে।