ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের স্ট্যাটাস তাড়াশে পুকুর ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, হাত-পা বেঁধে স্বর্ণ-টাকা লুট মৌলভীবাজারে অবাধে চলছে কৃষি জমির মাটি বিক্রির উৎসব, প্রশাসনের নীরবতা কুয়াশায় ঘেরা মৌলভীবাজারে রোদের দেখা নেই লিভারপুল কিনতে পারেন ইলন মাস্ক লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বিডিআর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যমুনার দিকে পদযাত্রা আটকে দিলো পুলিশ ব্যাংকে ডলারের সংকট নেই: বাণিজ্য উপদেষ্টা দাবি আদায়ে খোলা মাঠ বেছে নিন: ডিএমপি কমিশনার ট্রাম্পের কানাডাকে ৫১তম রাজ্য করার প্রস্তাব, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর পদত্যাগ শেখ হাসিনার ভারতে অবস্থানের মেয়াদ বাড়াল নয়াদিল্লি জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণার পর উত্তরসূরি নিয়ে জল্পনা

বাংলাদেশের ভেতরে কাঁটাতারের বেড়া, বিজিবি-বিএসএফ উত্তেজনা

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে গত দুদিন ধরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে সীমান্তের বিরোধ নিরসনে দু’টি পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। বর্তমানে উভয় বাহিনীই সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে।

জানা যায়, গত ছয় মাস আগে ভারত বাংলাদেশের অভ্যন্তরে ৫০ গজ এগিয়ে একটি কাঁচা রাস্তা নির্মাণ করে। এ রাস্তার পাশে কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় সীমান্তে উত্তেজনা দেখা দেয়।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে ভারতের বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করলে বিজিবি তাদের বাধা দেয়। এর পরিপ্রেক্ষিতে ওই দিন বিকেলে উভয় বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান আসেনি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) আবারও বিএসএফ সীমান্তের ওই অবৈধ রাস্তার পাশে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করলে বিজিবি আবারও বাধা দেয়, ফলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। বিজিবি সূত্রে জানা যায়, এ সময় বাংলাদেশ ও ভারতীয় বাহিনীর মধ্যে বাকবিতণ্ডা হয় এবং উত্তেজনা তৈরি হয়। তবে পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও উভয় বাহিনীই সতর্ক অবস্থানে রয়েছে।

এই উত্তেজনা মোকাবিলায় সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে এবং বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইমরান খাঁনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, বিএসএফের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা বিজিবির সঙ্গে একসাথে অবস্থান নিয়ে প্রতিবাদ করছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দীন জানান, সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপন শুরু হওয়ার পর থেকেই বিজিবির সঙ্গে তাদের সংঘর্ষ চলে আসছে। ৫৯-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে কোনো আতঙ্কের কারণ নেই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের স্ট্যাটাস

বাংলাদেশের ভেতরে কাঁটাতারের বেড়া, বিজিবি-বিএসএফ উত্তেজনা

আপডেট সময় ০১:২৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে গত দুদিন ধরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে সীমান্তের বিরোধ নিরসনে দু’টি পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। বর্তমানে উভয় বাহিনীই সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে।

জানা যায়, গত ছয় মাস আগে ভারত বাংলাদেশের অভ্যন্তরে ৫০ গজ এগিয়ে একটি কাঁচা রাস্তা নির্মাণ করে। এ রাস্তার পাশে কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় সীমান্তে উত্তেজনা দেখা দেয়।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে ভারতের বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করলে বিজিবি তাদের বাধা দেয়। এর পরিপ্রেক্ষিতে ওই দিন বিকেলে উভয় বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান আসেনি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) আবারও বিএসএফ সীমান্তের ওই অবৈধ রাস্তার পাশে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করলে বিজিবি আবারও বাধা দেয়, ফলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। বিজিবি সূত্রে জানা যায়, এ সময় বাংলাদেশ ও ভারতীয় বাহিনীর মধ্যে বাকবিতণ্ডা হয় এবং উত্তেজনা তৈরি হয়। তবে পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও উভয় বাহিনীই সতর্ক অবস্থানে রয়েছে।

এই উত্তেজনা মোকাবিলায় সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে এবং বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইমরান খাঁনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, বিএসএফের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা বিজিবির সঙ্গে একসাথে অবস্থান নিয়ে প্রতিবাদ করছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দীন জানান, সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপন শুরু হওয়ার পর থেকেই বিজিবির সঙ্গে তাদের সংঘর্ষ চলে আসছে। ৫৯-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে কোনো আতঙ্কের কারণ নেই।