বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, দেশে ব্যাংকগুলোতে ডলারের কোনো সংকট নেই এবং গত বছর রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। একই সাথে, রপ্তানির পরিমাণও প্রায় ১৭ শতাংশ বেড়েছে।
তিনি বলেন, “যে তথ্য ব্যাংকগুলোতে ডলারের সংকট নিয়ে শোনা যাচ্ছে, তা সঠিক নয়। ব্যাংকগুলোতে ডলারের সংকট নেই।”
বুধবার (০৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির পণ্য বিক্রয়ের কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব মন্তব্য করেন।
উপদেষ্টা আরও জানান, “টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমে কিছু নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন ছিল, যা আমরা স্বীকার করেছি। এখন আমরা ডিজিটালাইজেশন এর মাধ্যমে অনিয়ম দূর করার কাজ করছি। ইতোমধ্যে ৬৩ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে এবং এই কার্যক্রম আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে চাই।”
আলুর বাজার নিয়ে বশিরউদ্দীন বলেন, “বর্তমানে আলুর দাম ৫০ টাকার নিচে রয়েছে, যা কিছুদিন আগে অপ্রত্যাশিতভাবে বেড়ে গিয়েছিল। তবে দাম এখন সহনীয় পর্যায়ে রয়েছে এবং আশা করছি আরও কমবে।
তিনি আরও বলেন, “সরকার কিছু আলু মজুত করবে এবং প্রয়োজন হলে আমদানি করেও মজুত করা হবে।”
চাল নিয়ে তিনি বলেন, “বাজারে চালের কোনো ঘাটতি নেই, এবং আমাদের নিজস্ব মজুতেও ঘাটতি নেই। আমনের ভরা মৌসুম চলছে। আমরা বাজারে দাম বাড়ানোর কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছি না এবং আশা করছি কিছুদিনের মধ্যে দাম কমে আসবে।”