সিরাজগঞ্জের তাড়াশে এক পুকুর ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বাড়ির মালিকে হাত-পা বেঁধে জিম্বি করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) আনুমানিক রাত ১২টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের করণঘোশ গ্রামের পুকুর ব্যবসায়ী মো. সাইফুল ইসলামের বাড়িতে ডাকাতির এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ভুক্তভোগীর বাড়ি পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বিল্ডিং বাড়ির ওয়াল করা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ১০ থেকে ১২ জনের ডাকাত দল। ডাকাতরা ঘরে প্রবেশ করে প্রথমে সাইফুল ইসলামকে গামছা দিয়ে হাত-পা বেঁধে রাখে। পরে ঘরে থাকা ইস্টিলের আলমারি, ওয়ারড্রব ও ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙে চার ভরি ওজনের স্বর্ণের জিনিস ও নগত ৪ লাখ টাকাসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল লুটে নেয়।
বধুবার (৮ জানুয়ারি) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন। তিনি বলেন, খবর পেয়ে রাতে গিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি।