অসংখ্য হিট ছবির অভিনেত্রী রাশমিকা মান্দানা এবার অভিনয় করতে চলেছেন ম্যাডক ফিল্মসের নতুন হরর কমেডি সিনেমা ‘থামা’তে। এতে রাশমিকার পাশাপাশি থাকছেন বি-টাউনের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা। সিনেমাটি নির্মাণ করবে আদিত্য সরপোতদারের পরিচালনায় ম্যাডক ফিল্মস, যাদের হরর কমেডি ইউনিভার্সের পরবর্তী সিনেমা এটি।
শুটিংয়ের কাজ শুরু হয়ে গেছে দিল্লিতে এবং এই সিনেমা দীপাবলিতে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে, যদিও নির্মাতারা এখনও মুক্তির সঠিক তারিখ ঘোষণা করেননি। সোশ্যাল মিডিয়ায় আয়ুষ্মান খুরানা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জানান যে, মুম্বাইয়ে শুটিংয়ের কিছু অংশ শেষ করার পর তিনি দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে, জানুয়ারির প্রথম অর্ধে দিল্লিতে সিনেমাটির রোমাঞ্চকর দৃশ্যের শুটিং আরও জমে উঠবে বলে জানা গেছে। ২০২৪ সালের অক্টোবর মাসে আনুষ্ঠানিকভাবে ‘থামা’ সিনেমাটির নির্মাণ ঘোষণা করা হয়েছিল। এতে রাশমিকা এবং আয়ুষ্মানের পাশাপাশি আরও অভিনয় করবেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়াল, অপারশক্তি খুরানা ও আরও অনেক তারকা।
২০২৩ সালে আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ড্রিম গার্ল ২’ সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন অনন্যা পান্ডে ও পরেশ রাওয়াল। অন্যদিকে, রাশমিকা মান্দানা গত বছর সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২’ সিনেমাতে আল্লু অর্জুনের বিপরীতে ‘শ্রীভল্লী’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।
এ সিনেমার শুটিং চলাকালীন উত্তেজনা আরও বেড়ে গিয়েছে এবং দর্শকরা অপেক্ষায় আছেন রাশমিকা এবং আয়ুষ্মান খুরানার চমকপ্রদ পারফরম্যান্স দেখার জন্য।