বিশ্বখ্যাত সংগীতশিল্পী, অভিনেতা এবং চলচ্চিত্র নায়ক তাহসান রহমান খান এবার নতুন জীবন শুরু করলেন। দীর্ঘদিনের ভক্তদের কাছে এক আকর্ষণীয় প্রশ্ন ছিল, নতুন জীবনসঙ্গী কে?
অবশেষে ২০২৫ সালের নতুন বছরে জীবনসঙ্গীর গলায় মালা পরিয়ে বিয়ে করে সিক্ত হয়েছেন তাহসান। তার নতুন স্ত্রী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ। রোজা এখন টক অব দ্য কান্ট্রি। নেটিজেনরা এবং ভক্তরা তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।
তাহসান এবং রোজার বিয়েটি হয়েছে পারিবারিকভাবে। তাদের পরিচয় খুব অল্প সময়ের, তারপরই তারা বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের পর এই নবদম্পতি একসাথে নিজেদের হানিমুনের পরিকল্পনা করছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকা থেকে উড়োজাহাজে মালদ্বীপে উড়াল দেন তাহসান এবং রোজা।
তারা কিছুদিন মালদ্বীপে একান্তে সময় কাটানোর পর তাহসান তার নতুন গানের কাজে মনোনিবেশ করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের ছবি ও শুভেচ্ছায় ভেসে যাচ্ছে, এবং সকলেই তাদের নতুন জীবনের জন্য আশীর্বাদ করছেন।
তাহসান রহমান খান তার সংগীত ক্যারিয়ারে বহু বছরের সফলতা পেয়েছেন, একইভাবে অভিনয়ে এবং চলচ্চিত্রে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তার ব্যক্তিগত জীবনে এই নতুন অধ্যায় সবার মন জয় করেছে এবং ফ্যানদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।