ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যানী পূজা মিঠাপুকুরে জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন: জনমনে ক্ষুব্দ প্রতিক্রিয়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক- ৬ যশোরে টেন্ডার নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে লাঞ্ছিতের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার ওজন নিয়ে সমালোচনার জবাবে সোজাসাপটা জবাব দিলেন সামান্থা সংসার করতে চান বাঁধন, একান্ত সঙ্গীর খোঁজে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল

আজ থেকে আর্থিক সহায়তা দেবে ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’

জুলাই স্মৃতি ফাউন্ডেশন আজ থেকে নতুন কর্মসূচি শুরু করেছে, যার আওতায় প্রতি সপ্তাহে ২০০ জন শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

শনিবার (২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চারটি ধাপে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।

শুক্রবার (১ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম জানান, আপাতত এই কার্যক্রম ঢাকা থেকে শুরু হবে, তবে পরবর্তীতে বাকি বিভাগগুলোতেও এটি পরিচালিত হবে।

সারজিস আলম বলেন, “সহায়তার ক্ষেত্রে বড় ফান্ডগুলো চেকের মাধ্যমে এবং ছোট ফান্ডগুলো বিকাশে দেওয়া হবে।” প্রাথমিকভাবে প্রতি শহীদ পরিবারকে ৫ লাখ টাকা এবং আহতদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

তিনি সকলকে সতর্ক করে বলেন, “বিভিন্ন ভুয়া নম্বর থেকে কল দেওয়া হচ্ছে, যা আমাদের নয়। ১৬০০০ শুধুমাত্র এই নম্বর থেকে শহীদ পরিবারে কল দেওয়া হচ্ছে। প্রত্যেকটি টাকার হিসাব রাখতে আমাদের এভাবে কাজ করতে হচ্ছে।”

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আরও জানান, আনঅফিসিয়ালি আহতদের তালিকায় ২৪ হাজার এবং নিহতের সংখ্যা ১৬শ’র বেশি রয়েছে, যা বারবার যাচাই করা হচ্ছে। আহতদের পুনর্বাসনের কাজও ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা

আজ থেকে আর্থিক সহায়তা দেবে ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’

আপডেট সময় ০১:০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

জুলাই স্মৃতি ফাউন্ডেশন আজ থেকে নতুন কর্মসূচি শুরু করেছে, যার আওতায় প্রতি সপ্তাহে ২০০ জন শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

শনিবার (২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চারটি ধাপে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।

শুক্রবার (১ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম জানান, আপাতত এই কার্যক্রম ঢাকা থেকে শুরু হবে, তবে পরবর্তীতে বাকি বিভাগগুলোতেও এটি পরিচালিত হবে।

সারজিস আলম বলেন, “সহায়তার ক্ষেত্রে বড় ফান্ডগুলো চেকের মাধ্যমে এবং ছোট ফান্ডগুলো বিকাশে দেওয়া হবে।” প্রাথমিকভাবে প্রতি শহীদ পরিবারকে ৫ লাখ টাকা এবং আহতদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

তিনি সকলকে সতর্ক করে বলেন, “বিভিন্ন ভুয়া নম্বর থেকে কল দেওয়া হচ্ছে, যা আমাদের নয়। ১৬০০০ শুধুমাত্র এই নম্বর থেকে শহীদ পরিবারে কল দেওয়া হচ্ছে। প্রত্যেকটি টাকার হিসাব রাখতে আমাদের এভাবে কাজ করতে হচ্ছে।”

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আরও জানান, আনঅফিসিয়ালি আহতদের তালিকায় ২৪ হাজার এবং নিহতের সংখ্যা ১৬শ’র বেশি রয়েছে, যা বারবার যাচাই করা হচ্ছে। আহতদের পুনর্বাসনের কাজও ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে।