বাংলাদেশের একটি পারমাণবিক শক্তি প্রকল্পে দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নাম এসেছে।
অভিযোগে বলা হচ্ছে, তিনি তার পরিবারসহ প্রায় ৩.৯ বিলিয়ন পাউন্ড আত্মসাতের সঙ্গে জড়িত, যা ২০১৩ সালে রাশিয়ার সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের চুক্তির মাধ্যমে হয়ে থাকতে পারে। এই তদন্তের অংশ হিসেবে টিউলিপ সিদ্দিককে ব্রিটিশ মন্ত্রিপরিষদ অফিসের প্রাপ্যতা এবং নীতিশাস্ত্র দল জিজ্ঞাসাবাদ করেছে।
টাইমস ম্যাগাজিনের (২২ ডিসেম্বর) রোববারের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রকল্পে টিউলিপ তার খালা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তির সহায়তা করেছিলেন। ১০ বিলিয়ন পাউন্ড মূল্যমানের এই প্রকল্পে বাংলাদেশ সরকারের পক্ষে টিউলিপ সিদ্দিকের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
সানডে টাইমসের খবর অনুযায়ী, ২০১৩ সালে রূপপুর পারমাণবিক প্রকল্পে এই চুক্তির মধ্যস্থতা করেছিলেন টিউলিপ সিদ্দিক, যার ফলে তিনি অভিযোগের মুখে পড়েছেন। তবে, টিউলিপ সিদ্দিক এই অভিযোগ অস্বীকার করেছেন এবং ব্রিটিশ নীতিশাস্ত্র দলকে জানিয়েছেন যে তিনি এর সঙ্গে সম্পৃক্ত না।
টাইমস ম্যাগাজিনও জানিয়েছে, টিউলিপ সিদ্দিক অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি।
যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ব্রিটেনের আর্থিক খাতে দুর্নীতি প্রতিরোধের দায়িত্বে থাকা তার ভূমিকার ওপরও প্রশ্ন উঠিয়েছে।