জামালপুরের বকশিগঞ্জে সদ্য সাবেক ইউএনও অহনা জিন্নাতকে বিদায় ও নবাগত ইউএনও মাসুদ রানার বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বদলী জনিত কারণে সাবেক জন বান্ধব প্রশাসক স্থলাভিষিক্ত হলেন নবাগত ইউএনও।
রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসন হল রুমে আনুষ্ঠানিকভাবে বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অহনা জিন্নাত বদলী হওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের পদে স্থাভিষিক্ত হন নবাগত ইউএনও মাসুদ রানা। সদ্য সাবেক নির্বাহী অফিসার অহনা জিন্নাত নবাগত ইউএনও মাসুদ রানাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। পরে বকশিগঞ্জ থানার পক্ষ থেকে নবাগত ইউএনওকে বরণ করেন ওসি শাকের আহম্মেদ।
বরণ ও বিদায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার, সাংবাদিকবৃন্দ ও সুধি মন্ডলী এ সময় উপস্থিত ছিলেন।
ইউএনও অহনা জিন্নাত দায়িত্বভার গ্রহণের পর ধীরে ধীরে বকশিগঞ্জে পরিবেশ পরিবর্তন হতে থাকে। আইনের ভিতরে থেকে তিনি বকশিগঞ্জের মানুষকে সেবা প্রদান করেন। একজন মহিলা হয়েও তিনি নিরলস পরিশ্রম আর প্রচেষ্টায় মানুষের মনে স্থান করে নিয়েছিলেন দক্ষ ইউএনও হিসেবে। বকশিগঞ্জবাসী একজন দক্ষ ও বিনয়ী প্রশাসককে হারালো।