বড়লেখা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক নিউ সমনবাগ চা বাগানের শ্রমিক গোপাল বাগতিকে হত্যার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক সোমবার (২৩ ডিসেম্বর) মৌলভীবাজার চৌমুহনা পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশি, বাসদ সদর উপজেলা সংগঠক লিংকন আহমেদ, জুলাই ২৪ আকাঙ্খা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সদস্য সচিব আবু তালেব চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।