ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বাংলাদেশকে নতুন করে ১ বিলিয়ন ডলার ঋণ ছাড়ার ইঙ্গিত দিল আইএমএফ ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প সৌম্যর আঙুলে পাঁচ সেলাই; ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেলেন, বিপিএল খেলা নিয়েও শঙ্কা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন রবীচন্দ্রন অশ্বিন লাপাতা লেডিস দিয়ে অস্কার জিতবে ভারত: আমির খান ম্যাডোনা ২০ বছর পর স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে নতুন গান নিয়ে ফিরছেন ইজতেমা ময়দানে সংঘর্ষে নিহতের ঘটনায় যা বললেন হাসনাত শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চাঁদপুরে বাবা ছেলের সম্পর্ক ছিন্ন করে নোটারি পাবলিকের মাধ্যমে ত্যাজ্য ঘোষণা হিজবুল্লাহ নয়, নিশ্চিহ্ন হবে ইসরায়েল: খামেনি এক যুগ পর দামেস্কে উড়ল ফ্রান্সের পতাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়

ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত এবং ব্রাজিলের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি কোনো দেশ মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক চাপায়, তবে যুক্তরাষ্ট্রও সেই দেশের পণ্যের ওপর চড়া হারে কর চাপাবে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) নিজের বাসভবন মার-এ লাগোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “যদি ভারত বা ব্রাজিল আমাদের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক চাপায়, তাহলে আমরাও তাদের পণ্যের ওপর একই পরিমাণ শুল্ক চাপাবো।”

তিনি বলেন, “এখন পর্যন্ত ভারত এবং ব্রাজিল মার্কিন পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছে, কিন্তু আমরাও তাদের বিরুদ্ধে একই পদক্ষেপ নেবো।”

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, “বাণিজ্যে স্বচ্ছতা থাকতে হবে। যদি তারা আমাদের ওপর শুল্ক চাপায়, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমরাও তাদের ওপর শুল্ক চাপাতে দ্বিধা করবো না।”

এছাড়া, ট্রাম্পের হবু বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিকও একই ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি জানান, নতুন প্রশাসনের ক্ষেত্রে পারস্পরিক সুবিধাদানের নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তিনি বলেন, “আপনারা আমাদের সঙ্গে যেমন আচরণ করবেন, আমরা তেমনই আচরণ করব।”

গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হন, তবে এখনও তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেননি। আগামী ২০ জানুয়ারি তিনি শপথ নিতে চলেছেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে নতুন করে ১ বিলিয়ন ডলার ঋণ ছাড়ার ইঙ্গিত দিল আইএমএফ

ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

আপডেট সময় ১২:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত এবং ব্রাজিলের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি কোনো দেশ মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক চাপায়, তবে যুক্তরাষ্ট্রও সেই দেশের পণ্যের ওপর চড়া হারে কর চাপাবে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) নিজের বাসভবন মার-এ লাগোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “যদি ভারত বা ব্রাজিল আমাদের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক চাপায়, তাহলে আমরাও তাদের পণ্যের ওপর একই পরিমাণ শুল্ক চাপাবো।”

তিনি বলেন, “এখন পর্যন্ত ভারত এবং ব্রাজিল মার্কিন পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছে, কিন্তু আমরাও তাদের বিরুদ্ধে একই পদক্ষেপ নেবো।”

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, “বাণিজ্যে স্বচ্ছতা থাকতে হবে। যদি তারা আমাদের ওপর শুল্ক চাপায়, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমরাও তাদের ওপর শুল্ক চাপাতে দ্বিধা করবো না।”

এছাড়া, ট্রাম্পের হবু বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিকও একই ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি জানান, নতুন প্রশাসনের ক্ষেত্রে পারস্পরিক সুবিধাদানের নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তিনি বলেন, “আপনারা আমাদের সঙ্গে যেমন আচরণ করবেন, আমরা তেমনই আচরণ করব।”

গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হন, তবে এখনও তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেননি। আগামী ২০ জানুয়ারি তিনি শপথ নিতে চলেছেন।