প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিশরের কায়রোতে অনুষ্ঠিতব্য ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করবেন। ড. ইউনূস আগামীকাল বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে কায়রোর উদ্দেশে ঢাকা থেকে যাত্রা করবেন বলে তার ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের বেশ কয়েকটি পার্শ্ব বৈঠকে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে প্রস্তুতি চলছে।
ডি-৮ বা ‘ডেভেলপিং-৮’ একটি অর্থনৈতিক সহযোগিতা সংগঠন, যা বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে উন্নয়ন সহযোগিতা প্রতিষ্ঠার জন্য গঠিত। ডি-৮ শীর্ষ সম্মেলনে ড. ইউনূসের পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নেতারা অংশ নেবেন। এদের মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়া, এবারের শীর্ষ সম্মেলনে ইন্দোনেশিয়া ২০২৬-২০২৭ মেয়াদের জন্য মিসরের কাছ থেকে ডি-৮ এর সভাপতিত্ব গ্রহণ করবে।
ডি-৮ সম্মেলনে অংশ নিয়ে ড. ইউনূস বিশ্বব্যাপী উন্নয়ন সহযোগিতা, শান্তি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে আলোচনা করবেন, যা উক্ত সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতাকে আরও দৃঢ় করবে। মিশরের আমন্ত্রণে ডি-৮ সম্মেলনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।