জামালপুরের বকশীগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবাইদুল ইসলাম শামীমের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা শহীদুর ইসলাম, নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মামুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হামিদুর রহমান, ওলামা দলের সভাপতি রহুল আমিন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সালেহীন, ছাত্র সাফান জানীফ উচ্ছাস প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।