ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যানী পূজা মিঠাপুকুরে জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন: জনমনে ক্ষুব্দ প্রতিক্রিয়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক- ৬ যশোরে টেন্ডার নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে লাঞ্ছিতের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার ওজন নিয়ে সমালোচনার জবাবে সোজাসাপটা জবাব দিলেন সামান্থা সংসার করতে চান বাঁধন, একান্ত সঙ্গীর খোঁজে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল

চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

দেশে চাঁদাবাজির ঘটনা বেড়ে যাওয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বৈঠকে উপস্থিত গণমাধ্যমের প্রতিনিধিদের কাছে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘‘চাঁদাবাজি যেই করুক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’’

তিনি আরও বলেন, ‘‘ঢাকার বাইরে থেকে যেসব পুলিশ সদস্যরা এসেছেন, তাদের এলাকায় পরিচিত হওয়ার জন্য কিছুটা সময় লাগবে। তবে, তাদের পুরোপুরি স্থানীয় পরিবেশের সঙ্গে পরিচিত হতে সময় দেওয়া হবে।’’

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হলেও, এর উন্নতি আরও বাড়াতে হবে।

‘‘আমরা চেষ্টা করছি যাতে ঢাকার আইনশৃঙ্খলা আরও মজবুত হয় এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়,’’ বলেন তিনি।

দোকানপাটের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ‘‘রাস্তার সব দোকানপাট আপাতত সরিয়ে নেওয়া হবে। তবে ফুটপাতের দোকানগুলো কিছুটা সময়ের জন্য থাকলেও সেগুলোর সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে, যাতে জনগণের চলাচলে কোনও সমস্যা না হয়।’’

এদিকে, দেশের বিভিন্ন শহরে চাঁদাবাজি এবং অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, অপরাধীদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি।

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা

চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০২:০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

দেশে চাঁদাবাজির ঘটনা বেড়ে যাওয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বৈঠকে উপস্থিত গণমাধ্যমের প্রতিনিধিদের কাছে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘‘চাঁদাবাজি যেই করুক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’’

তিনি আরও বলেন, ‘‘ঢাকার বাইরে থেকে যেসব পুলিশ সদস্যরা এসেছেন, তাদের এলাকায় পরিচিত হওয়ার জন্য কিছুটা সময় লাগবে। তবে, তাদের পুরোপুরি স্থানীয় পরিবেশের সঙ্গে পরিচিত হতে সময় দেওয়া হবে।’’

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হলেও, এর উন্নতি আরও বাড়াতে হবে।

‘‘আমরা চেষ্টা করছি যাতে ঢাকার আইনশৃঙ্খলা আরও মজবুত হয় এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়,’’ বলেন তিনি।

দোকানপাটের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ‘‘রাস্তার সব দোকানপাট আপাতত সরিয়ে নেওয়া হবে। তবে ফুটপাতের দোকানগুলো কিছুটা সময়ের জন্য থাকলেও সেগুলোর সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে, যাতে জনগণের চলাচলে কোনও সমস্যা না হয়।’’

এদিকে, দেশের বিভিন্ন শহরে চাঁদাবাজি এবং অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, অপরাধীদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি।