ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যানী পূজা মিঠাপুকুরে জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন: জনমনে ক্ষুব্দ প্রতিক্রিয়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক- ৬ যশোরে টেন্ডার নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে লাঞ্ছিতের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার ওজন নিয়ে সমালোচনার জবাবে সোজাসাপটা জবাব দিলেন সামান্থা সংসার করতে চান বাঁধন, একান্ত সঙ্গীর খোঁজে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল

বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী ফিনল্যান্ড

ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিমো লাহদেভির্তা জানিয়েছেন, ফিনল্যান্ডের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের প্রতি আগ্রহী।

রবিবার (০৩ নভেম্বর) ঢাকা তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত জানান, ফিনল্যান্ড সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সমর্থন দিয়ে সহযোগিতা করতে চায়। ড. ইউনূস ছাত্র বিপ্লব এবং সংস্কার কমিশনের কাজ সম্পর্কে আলোচনা করেন এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।

ড. ইউনূস বলেন, “বাংলাদেশের অর্থনীতি স্বৈরশাসক শাসন থেকে পালানোর পর ভেঙে পড়েছিল, তবে দ্রুত সংস্কার পদক্ষেপগুলো পরিস্থিতি স্থিতিশীল করতে সহায়তা করেছে। রিজার্ভ বাড়ছে এবং আন্তর্জাতিক দেনা পরিশোধ শুরু হয়েছে।”

ফিনল্যান্ডের রাষ্ট্রদূত উল্লেখ করেন, তারা বাংলাদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী এবং এআই, সাইবার নিরাপত্তা ও কোয়ান্টাম কম্পিউটিং খাতে সহযোগিতা বৃদ্ধি করতে চায়।

তিনি জানান, কক্সবাজারে একটি ফিনিশ প্লাস্টিক রিসাইক্লিং কোম্পানি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যা ব্যবহৃত প্লাস্টিককে পুনর্ব্যবহার করে রোহিঙ্গা ক্যাম্পের আশ্রয়কেন্দ্রে ব্যবহার করা হবে। রাষ্ট্রদূত ফিনল্যান্ড সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য এক মিলিয়ন ইউরো এবং সুশীল সমাজের মাধ্যমে আরও এক মিলিয়ন ইউরো অনুদানের ঘোষণা দেন।

প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে ছাত্র-নেতৃত্বাধীন গণবিপ্লব, সংস্কার উদ্যোগ, বাণিজ্য ও বিনিয়োগসহ আঞ্চলিক ভূ-রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয়।

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা

বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী ফিনল্যান্ড

আপডেট সময় ১০:৫২:২১ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিমো লাহদেভির্তা জানিয়েছেন, ফিনল্যান্ডের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের প্রতি আগ্রহী।

রবিবার (০৩ নভেম্বর) ঢাকা তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত জানান, ফিনল্যান্ড সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সমর্থন দিয়ে সহযোগিতা করতে চায়। ড. ইউনূস ছাত্র বিপ্লব এবং সংস্কার কমিশনের কাজ সম্পর্কে আলোচনা করেন এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।

ড. ইউনূস বলেন, “বাংলাদেশের অর্থনীতি স্বৈরশাসক শাসন থেকে পালানোর পর ভেঙে পড়েছিল, তবে দ্রুত সংস্কার পদক্ষেপগুলো পরিস্থিতি স্থিতিশীল করতে সহায়তা করেছে। রিজার্ভ বাড়ছে এবং আন্তর্জাতিক দেনা পরিশোধ শুরু হয়েছে।”

ফিনল্যান্ডের রাষ্ট্রদূত উল্লেখ করেন, তারা বাংলাদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী এবং এআই, সাইবার নিরাপত্তা ও কোয়ান্টাম কম্পিউটিং খাতে সহযোগিতা বৃদ্ধি করতে চায়।

তিনি জানান, কক্সবাজারে একটি ফিনিশ প্লাস্টিক রিসাইক্লিং কোম্পানি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যা ব্যবহৃত প্লাস্টিককে পুনর্ব্যবহার করে রোহিঙ্গা ক্যাম্পের আশ্রয়কেন্দ্রে ব্যবহার করা হবে। রাষ্ট্রদূত ফিনল্যান্ড সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য এক মিলিয়ন ইউরো এবং সুশীল সমাজের মাধ্যমে আরও এক মিলিয়ন ইউরো অনুদানের ঘোষণা দেন।

প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে ছাত্র-নেতৃত্বাধীন গণবিপ্লব, সংস্কার উদ্যোগ, বাণিজ্য ও বিনিয়োগসহ আঞ্চলিক ভূ-রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয়।