সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ও নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর পর এই পদে নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়।
নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলাম জানান, নির্বাচনে অংশ নেওয়া চূড়ান্ত ভোটার সংখ্যা ছিল ৫২ জন। শুরুতে ৭১ জন কাউন্সিলর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন, তবে জাতীয় ক্রীড়া পরিষদ কিছু ফেডারেশনের কাউন্সিলরদের অব্যাহতি দেওয়ায় ভোটার সংখ্যা কমে দাঁড়ায়।
সাবেক সভাপতি এস এম শফিউদ্দিন আহমেদ মহাসচিব সৈয়দ শাহেদ রেজাকে পদত্যাগের বিষয়ে একটি চিঠি দিয়ে জানিয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে বিওএ সভাপতির পদটি শূন্য হয়ে যায়। শূন্য পদ পূরণের জন্যই নতুন সভাপতির জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়।
জেনারেল ওয়াকার-উজ-জামানের এই দায়িত্ব গ্রহণে বিওএ এবং বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে নতুন দিকনির্দেশনা আসবে বলে ক্রীড়ামহলে আশা করা হচ্ছে। তার নেতৃত্বে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আরও শক্তিশালী ভূমিকা পালন করবে এবং দেশের ক্রীড়াঙ্গন আন্তর্জাতিক মঞ্চে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।