মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ১০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা মাত্র ২২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে নেয় দক্ষিণ আফ্রিকা।
এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের ৯৭ এবং জাকের আলির ৫৮ রানের লড়াই যথেষ্ট ছিল না।
বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট হয় দল। জবাবে কাইল ভেরেইনের অসাধারণ সেঞ্চুরির উপর ভর করে দক্ষিণ আফ্রিকা ৩০৮ রানে অলআউট হয়, ফলে ২০২ রানের লিড নেয় তারা। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের ৯৭ এবং জাকের আলির ৫৮ রানের লড়াই কিছুটা আশা দেখালেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
জয়ের জন্য ১০৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ওপেনার টনি ডি জর্জি এবং এইডেন মার্করাম দলকে ভালো শুরু এনে দেন। মার্করাম ২০ রান করে তাইজুল ইসলামের শিকার হন। এরপর ডি জর্জি এবং ট্রিস্টান স্টাবস দলকে এগিয়ে নেন।
তবে ডি জর্জি ৪১ রান করে আউট হলে তাইজুল তার দ্বিতীয় উইকেট পান। ১২ রান করা ডেভিড বেডিংহ্যামকেও সাজঘরে ফেরান তাইজুল। এরপর স্টাবস ও রিকেলটন ম্যাচটি শেষ করেন।
তাইজুল ইসলাম বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নিলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।