ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যানী পূজা মিঠাপুকুরে জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন: জনমনে ক্ষুব্দ প্রতিক্রিয়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক- ৬ যশোরে টেন্ডার নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে লাঞ্ছিতের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার ওজন নিয়ে সমালোচনার জবাবে সোজাসাপটা জবাব দিলেন সামান্থা সংসার করতে চান বাঁধন, একান্ত সঙ্গীর খোঁজে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ, সংঘর্ষে তিনজন আহত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ চলাকালে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে ঢাকার বঙ্গভবনের সামনে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ফয়সাল আহমেদ, আরিফ খান এবং শফিকুল ইসলাম নামে তিনজন আহত হন। রাত সাড়ে ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

আহতদের মধ্যে আরিফ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, ফয়সাল ঢাকার একটি কলেজের ছাত্র, এবং শফিকুল ফুটপাতে ব্যবসা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টা ২০ মিনিটে বিক্ষোভকারীরা বঙ্গভবনের সামনের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮টা ২৫ মিনিটের দিকে সাউন্ড গ্রেনেড ছোড়ে, যার ফলে ধস্তাধস্তি হয় এবং তিনজন আহত হন।

বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানাচ্ছিলেন। তারা অভিযোগ করেন, “রাষ্ট্রপতি শেখ হাসিনার পদত্যাগ বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তা ইন্ধনপ্রসূত।”

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, বঙ্গভবনের সামনে থেকে আহত তিনজনকে চিকিৎসার জন্য মেডিকেলে আনা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটির উদ্যোগে মিছিল শুরু করে বিক্ষোভকারীরা বঙ্গভবনের দিকে অগ্রসর হয়। হাইকোর্ট মাজার মোড় এলাকায় পুলিশ তাদের বাধা দিলেও বিক্ষোভকারীরা তা অতিক্রম করে বঙ্গভবনের সামনে অবস্থান নেয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক বক্তব্য, যেখানে তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন, কিন্তু আমি তার কোনো দালিলিক প্রমাণ পাইনি,” নতুন করে বিতর্ক সৃষ্টি করে। এই বক্তব্যের পরই রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভের সূচনা হয়।

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ, সংঘর্ষে তিনজন আহত

আপডেট সময় ১২:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ চলাকালে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে ঢাকার বঙ্গভবনের সামনে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ফয়সাল আহমেদ, আরিফ খান এবং শফিকুল ইসলাম নামে তিনজন আহত হন। রাত সাড়ে ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

আহতদের মধ্যে আরিফ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, ফয়সাল ঢাকার একটি কলেজের ছাত্র, এবং শফিকুল ফুটপাতে ব্যবসা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টা ২০ মিনিটে বিক্ষোভকারীরা বঙ্গভবনের সামনের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮টা ২৫ মিনিটের দিকে সাউন্ড গ্রেনেড ছোড়ে, যার ফলে ধস্তাধস্তি হয় এবং তিনজন আহত হন।

বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানাচ্ছিলেন। তারা অভিযোগ করেন, “রাষ্ট্রপতি শেখ হাসিনার পদত্যাগ বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তা ইন্ধনপ্রসূত।”

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, বঙ্গভবনের সামনে থেকে আহত তিনজনকে চিকিৎসার জন্য মেডিকেলে আনা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটির উদ্যোগে মিছিল শুরু করে বিক্ষোভকারীরা বঙ্গভবনের দিকে অগ্রসর হয়। হাইকোর্ট মাজার মোড় এলাকায় পুলিশ তাদের বাধা দিলেও বিক্ষোভকারীরা তা অতিক্রম করে বঙ্গভবনের সামনে অবস্থান নেয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক বক্তব্য, যেখানে তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন, কিন্তু আমি তার কোনো দালিলিক প্রমাণ পাইনি,” নতুন করে বিতর্ক সৃষ্টি করে। এই বক্তব্যের পরই রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভের সূচনা হয়।